সিরিয়ায় প্রকৃত মুসলমানদের বিজয় হয়েছে: সর্বোচ্চ নেতার উপদেষ্টা
https://parstoday.ir/bn/news/iran-i48681-সিরিয়ায়_প্রকৃত_মুসলমানদের_বিজয়_হয়েছে_সর্বোচ্চ_নেতার_উপদেষ্টা
ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়াতি বলেছেন, দায়েশের পতনের পর এর জন্মদাতা ও সহযোগীরা এখন মধ্যপ্রাচ্যে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। ইরানের টিভি চ্যানেল ওয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দায়েশকে আইএস ও আইএসআইএল নামেও অভিহিত করা হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ২১, ২০১৭ ১৮:৪০ Asia/Dhaka
  • আলী আকবার বেলায়াতি
    আলী আকবার বেলায়াতি

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আলী আকবার বেলায়াতি বলেছেন, দায়েশের পতনের পর এর জন্মদাতা ও সহযোগীরা এখন মধ্যপ্রাচ্যে নতুন নতুন পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করছে। ইরানের টিভি চ্যানেল ওয়ান-কে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এ কথা বলেন। দায়েশকে আইএস ও আইএসআইএল নামেও অভিহিত করা হয়।

বেলায়াতি বলেন, সিরিয়ায় প্রকৃত মুসলমানদের বিজয় হয়েছে।

বুকামাল মুক্ত হওয়ার পর সিরিয়ার সেনাবাহিনীর উল্লাস

সিরিয়ায় দায়েশের সর্বশেষ ঘাঁটি বুকামালের পতনের পর সবাইকে অভিনন্দন জানিয়ে বলেন, দায়েশের পৃষ্ঠপোষকরা এখন যেসব দেশে তাদের ঘৃণ্য পরিকল্পনা বাস্তবায়নের চেষ্টা করতে পারে লেবানন তার অন্যতম। আমেরিকা, ফ্রান্স ও সৌদি আরব তাদের অশুভ লক্ষ্য বাস্তবায়নের জন্য সব ধরনের চেষ্টা চালাবে বলে তিনি জানান। 

বেলায়াতি বলেন, সন্ত্রাসবাদের সমর্থক দেশগুলো ইসলামি প্রজান্ত্র ইরানকেও নানাভাবে হুমকি দিচ্ছে এবং তারা ইরানকে দুর্বল করতে করতে চায়। তবে সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ির সাহসী ভূমিকা ও দিকনির্দেশনার কারণে শত্রুদের সব ষড়যন্ত্র ব্যর্থ হবে বলে তিনি ঘোষণা করেছেন।# 

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২১