গত ৩০০ বছরে ইরান কোনো দেশে আগ্রাসন চালায়নি: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ গত ৩০০ বছরে বিশ্বের কোনো দেশের বিরুদ্ধে আগ্রাসন চালায়নি। মধ্যপ্রাচ্যের ওপর আধিপত্য প্রতিষ্ঠার অধিকার কারো নেই উল্লেখ করে তিনি এ অঞ্চলের দেশগুলোকে বহিঃশক্তির বিরুদ্ধে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী প্রখ্যাত জার্মান সাংবাদিক ইওর্গেন তোদেনহোফারকে দেয়া এক সাক্ষাৎকারে এ আহ্বান জানান। তিনি বলেন, মধ্যপ্রাচ্যের চলমান সংকট শুধুমাত্র এ অঞ্চলের সবগুলো দেশের মধ্যে আলোচনার ভিত্তিতে সমাধান করা সম্ভব।
সৌদি আরবকে এ অঞ্চলের একটি গুরুত্বপূর্ণ দেশ হিসেবে উল্লেখ করে জারিফ বলেন, রিয়াদকে ছাড়া মধ্যপ্রাচ্যের কোনো সমস্যার সমাধান সম্ভব নয়।
মধ্যপ্রাচ্যের দেশগুলোর মধ্যে পরস্পরের ওপর আস্থা সৃষ্টির আহ্বান জানিয়ে বলেন, পর্যটন শিল্পের বিকাশ, পরস্পরের সামরিক স্থাপনা পরিদর্শন এবং একে অন্যের ওপর আগ্রাসন না চালানোর চুক্তি স্বাক্ষরের মাধ্যমে এই আস্থা সৃষ্টি হতে পারে। তিনি সৌদি আরবসহ এ অঞ্চলের সবগুলো দেশের সঙ্গে ‘আগ্রাসন না চালানোর চুক্তি’ সই করতে তেহরানের প্রস্তুতির কথা ঘোষণা করেন।

ইরানের ক্ষেপণাস্ত্র কর্মসূচিকে কেন্দ্র করে আমেরিকা ও তার মিত্রদের আরোপিত নিষেধাজ্ঞার কথা উল্লেখ করে জারিফ বলেন, ওয়াশিংটন এমন সময় তেহরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করছে যখন মধ্যপ্রাচ্যের যেকোনো দেশের তুলনায় ইরান সামরিক খাতে কম বাজেট ব্যয় করছে।
তিনি বলেন, সৌদি আরব ও চীনসহ এ অঞ্চলের আরো অনেক দেশের কাছে ইরানের চেয়ে বেশি পাল্লার ক্ষেপণাস্ত্র রয়েছে যেগুলো পরমাণু ওয়ারহেড পর্যন্ত বহন করতে সক্ষম। অথচ তার দেশের কোনো ক্ষেপণাস্ত্রকে পরমাণু অস্ত্র বহনে সক্ষম করে নির্মাণ করা হয়নি কারণ, ইসলামি প্রজাতন্ত্র ইরান গণবিধ্বংসী অস্ত্র ব্যবহারে বিশ্বাসী নয়।#
পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৭