কুয়েতের আমিরের সঙ্গে ইরানি পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক
https://parstoday.ir/bn/news/iran-i53005-কুয়েতের_আমিরের_সঙ্গে_ইরানি_পররাষ্ট্রমন্ত্রীর_বৈঠক
কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আলে সাবাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ইরাকের পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে আজ (বুধবার) এ বৈঠক অনুষ্ঠিত হয়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ১৪, ২০১৮ ১৯:৪৪ Asia/Dhaka
  • কুয়েতের আমিরের (ডানে) সঙ্গে জারিফের বৈঠক
    কুয়েতের আমিরের (ডানে) সঙ্গে জারিফের বৈঠক

কুয়েতের আমির শেখ সাবাহ আল-আহমাদ আলে সাবাহর সঙ্গে বৈঠক করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। কুয়েতের রাজধানী কুয়েত সিটিতে ইরাকের পুনর্গঠন বিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের অবকাশে আজ (বুধবার) এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে কুয়েতের আমির ইরানের প্রশংসা করে বলেন, ইরাকে উগ্র সন্ত্রাসী গোষ্ঠী দায়েশে বিরুদ্ধে লড়াই ও দেশটিতে স্থিতিশীলতা এবং অর্থনৈতিক উন্নয়নের জন্য তেহরান গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। একইসঙ্গে তিনি আশা করেন, আঞ্চলিক দেশগুলো সংলাপের মাধ্যমে নিজেদের সমস্যা সমাধান করতে সক্ষম হবে।

বৈঠকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী চলমান আঞ্চলিক সংকট নিরসনের ক্ষেত্রে কুয়েতের আমিরের মধ্যস্থতার প্রশংসা করেন। তিনি আশা করেন, এই প্রচেষ্টা মধ্যপ্রাচ্যের জন্য একটি ভালো ফলাফল বয়ে আনবে।

বৈঠকে দু জনই ইরান ও কুয়েতের মধ্যকার সম্পর্ক উন্নয়নের ওপর গুরুত্বারোপ করেন।  এ ক্ষেত্রে ইরান ও কুয়েতের কর্মকর্তাদের মধ্যে সরাসরি সম্পর্ক প্রতিষ্ঠার ওপর জোর দেন তারা।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪