মধ্যপ্রাচ্যের সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতা জরুরি: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i53363-মধ্যপ্রাচ্যের_সংকট_সমাধানে_আন্তর্জাতিক_সহযোগিতা_জরুরি_ইরান
মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা আলী আকবার বেলায়েতি। একই সঙ্গে কোনো রকম বিদেশি হস্তক্ষেপ ছাড়াই এ অঞ্চলের জনগণ নিজেদের ভবিষ্যত নির্ধারণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২১, ২০১৮ ১৮:৩৮ Asia/Dhaka
  • আলী আকবার বেলায়েতির সঙ্গে স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক।
    আলী আকবার বেলায়েতির সঙ্গে স্পেনের পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক।

মধ্যপ্রাচ্যের চলমান সংকট সমাধানে আন্তর্জাতিক সহযোগিতার ওপর জোর দিয়েছেন ইরানের সর্বোচ্চ নেতার পররাষ্ট্র নীতি বিষয়ক উপদেষ্টা আলী আকবার বেলায়েতি। একই সঙ্গে কোনো রকম বিদেশি হস্তক্ষেপ ছাড়াই এ অঞ্চলের জনগণ নিজেদের ভবিষ্যত নির্ধারণ করা উচিত বলেও মন্তব্য করেন তিনি।

আজ (বুধবার) তেহরান সফরত স্পেনের পররাষ্ট্রমন্ত্রী আলফোনসো দাস্তিসের সঙ্গে এক বৈঠকে বেলায়েতি এসব মন্তব্য করেন।

তিনি বলেন, মধ্যপ্রাচ্যের গুরুত্বপূর্ণ ইস্যুগুলো সমাধানের জন্য আন্তর্জাতিক অংশিদারীত্ব এবং তৎপরতা দরকার। বেলায়েতি বলেন, যারা মধ্যপ্রাচ্যের স্পর্ষকাতর বিষয়গুলোর সঙ্গে খুব ভালভাবে পরিচিত নয় তারা এ অঞ্চলের চেয়ে বরং নিজেদেরই বেশি ক্ষতি করছে।  

ইরানের সর্বোচ্চ নেতার উপদেষ্টা আরো বলেন, "এখন প্রত্যেকে উপলব্ধি করছে যে আঞ্চলিক সমস্যাগুলো সামরিক নয় রাজনৈতিক উপায়ে সমাধান করতে হবে। পাশাপাশি এ অঞ্চলের ভাগ্য নির্ধারণে এর জনগণকে সুযোগ করে দিতে এবং এ ক্ষেত্রে কোনো রকম বিদেশী হস্তক্ষেপ আমলে নেয়া মোটেও ঠিক হবে না।" তিনি বলেন, মধ্যপ্রাচ্যের বর্তমান অস্থিতিশীল পরিস্থিতি স্পেনসহ গোটা ইউরোপকে প্রভাবিত করছে। মধ্যপ্রাচ্যে শান্তি প্রতিষ্ঠায় তেহরান-মাদ্রিদের মধ্যে সহযোগিতা বৃদ্ধির ওপর  জোর দিয়েছেন বেলায়েতি।   

বৈঠকে মধ্যপ্রাচ্যসহ গোটা বিশ্বে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় বেলায়েতি যেসব বিষয়ের ওপর জোর দিয়েছেন তার প্রতি সহমত পোষণ করেন স্পেনের পররাষ্ট্রমন্ত্রী দাস্তিস।#

পার্সটুডে/বাবুল আখতার/২১