মধ্যপ্রাচ্যে ইরানের ইতিবাচক ভূমিকার প্রতি সমর্থন জানাল বুলগেরিয়া
https://parstoday.ir/bn/news/iran-i53745-মধ্যপ্রাচ্যে_ইরানের_ইতিবাচক_ভূমিকার_প্রতি_সমর্থন_জানাল_বুলগেরিয়া
বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার যে চেষ্টা ইরান করছে তার প্রতি সোফিয়ার সমর্থন রয়েছে। গতকাল (বুধবার) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক বৈঠকে এ সমর্থন ঘোষণা করেন রাদেভ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ০১, ২০১৮ ০৮:০৭ Asia/Dhaka
  • বুধবার সোফিয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    বুধবার সোফিয়ায় বুলগেরিয়ার প্রেসিডেন্টের সঙ্গে সাক্ষাৎ করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

বুলগেরিয়ার প্রেসিডেন্ট রুমেন রাদেভ বলেছেন, মধ্যপ্রাচ্যে শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠার যে চেষ্টা ইরান করছে তার প্রতি সোফিয়ার সমর্থন রয়েছে। গতকাল (বুধবার) বুলগেরিয়ার রাজধানী সোফিয়ায় ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফের সঙ্গে এক বৈঠকে এ সমর্থন ঘোষণা করেন রাদেভ।

তিনি বলেন, ইরান মধ্যপ্রাচ্যের একটি অতি গুরুত্বপূর্ণ দেশ এবং তেহরানের সঙ্গে সম্পর্ককে উচ্চ মাত্রায় গুরুত্ব দেয় বুলগেরিয়া। তিনি অর্থনৈতিক ক্ষেত্রে ইরানের সঙ্গে সহযোগিতা শক্তিশালী করার আগ্রহ প্রকাশ করেন।

প্রেসিডেন্ট রাদেভ বলেন, দু’দেশের অর্থনৈতিক সহযোগিতার পথে বিদ্যমান প্রতিবন্ধকতাগুলো দূর করতে জরুরি ভিত্তিতে পদক্ষেপ নেয়া প্রয়োজন। তিনি কৃষ্ণসাগর থেকে পারস্য উপসাগর পর্যন্ত যাতায়াত সহজ করার জন্য একটি করিডোর কার্যকর করার প্রস্তাব দেন।

সাক্ষাতে জাওয়াদ জারিফ বুলগেরিয়ার প্রেসিডেন্টকে  ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আন্তরিক শুভেচ্ছাবার্তা পৌঁছে দেন এবং তাকে ইরান সফরের আমন্ত্রণ জানান।

জারিফ বলেন, বুলগেরিয়াকে ইরান ইউরোপের প্রবেশপথ বলে মনে করে এবং এজন্য দেশটির সঙ্গে সম্পর্ককে তেহরান যথেষ্ট গুরুত্ব দেয়। তিনি তেহরান ও সোফিয়ার মধ্যে অর্থনৈতিক সহযোগিতা শক্তিশালী করার ওপর গুরুত্ব আরোপ করে বলেন, দু’দেশের মধ্যে ব্যাংকিং লেনদেন চালু করতে পারলে এ সহযোগিতা আরো সহজ করা সম্ভব। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১