চীনের সঙ্গে আলোচনা ইতিবাচক ও গঠনমূলক হয়েছে: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i57274-চীনের_সঙ্গে_আলোচনা_ইতিবাচক_ও_গঠনমূলক_হয়েছে_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, চীনের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। বেইজিং বিমানবন্দরে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৪, ২০১৮ ০৮:৪০ Asia/Dhaka
  • জারিফ ও গেং শুয়াং
    জারিফ ও গেং শুয়াং

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, চীনের সঙ্গে ইতিবাচক ও গঠনমূলক আলোচনা হয়েছে। বেইজিং বিমানবন্দরে তিনি সাংবাদিকদের কাছে একথা বলেন।

জারিফ বলেন, “আমরা একটি সমঝোতয় পৌঁছেছি এবং বাস্তব গ্যারান্টির জন্য ছয় জাতিগোষ্ঠীর সদস্য হিসেবে চীনের সঙ্গে আমরা ঘনিষ্ঠ সহযোগিতা রাখব।”

চীন ও ইরান পুরনো মিত্র উল্লেখ করে জারিফ বলেন, পরমাণু সমঝোতা টিকিয়ে রাখার ক্ষেত্রে আন্তর্জাতিক মতৈক্য গড়ে তুলতে আলোচনা ইতিবাচক ভূমিকা রাখবে।  তিনি বলেন, পরমাণু সমঝোতার বিষয়ে ইরান ও চীনের অভিন্ন অবস্থান রয়েছে।

এর আগে, চীনা পররাষ্ট্রমন্ত্রী গেং শুয়াং ইরানের সঙ্গে সম্পর্ক উন্নয়নের আগ্রহ ব্যক্ত করেছেন। তিনি বলেন, “চীন হচ্ছে পরমাণু সমঝোতার বিষয়ে একটি গুরুত্বপূর্ণ দেশ এবং ইরানের পরমাণু ইস্যুটি ঘনিষ্ঠভাবে পর্যবেক্ষণ করছে। আমরা ইরান ও অন্য পক্ষগুলোর সঙ্গে অব্যাহত যোগাযোগ রাখছি।”

চীন সফর শেষে জাওয়াদ জারিফ রাশিয়া যাবেন। সেখানে তিনি রুশ পররাষ্ট্রমন্ত্রীসহ গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে কথা বলবেন।#

পার্সটুডে/সিরাজুল ইসলাম/১৪