ইরান ও শ্রীলঙ্কা সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা করতে পারে
https://parstoday.ir/bn/news/iran-i57296-ইরান_ও_শ্রীলঙ্কা_সহযোগিতা_বিস্তারে_নয়া_অধ্যায়ের_সূচনা_করতে_পারে
ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেছেন, এ সহযোগিতা এ অঞ্চলের দেশগুলোর অবস্থানকে শক্তিশালী করবে। তেহরানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে দেয়া সাক্ষাতে এ কথা বলেছেন তিনি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মে ১৪, ২০১৮ ১৮:২২ Asia/Dhaka

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী এশিয়ার দেশগুলোর মধ্যে সহযোগিতা জোরদার করার আহ্বান জানিয়ে বলেছেন, এ সহযোগিতা এ অঞ্চলের দেশগুলোর অবস্থানকে শক্তিশালী করবে। তেহরানে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট মাইথ্রিপালা সিরিসেনাকে দেয়া সাক্ষাতে এ কথা বলেছেন তিনি।

এ সাক্ষাতে আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী ইরান ও শ্রীলঙ্কার দ্বিপক্ষীয় এবং উপমহাদেশের দেশগুলোর মধ্যে ঐতিহাসিক ও সাংস্কৃতিক সম্পর্কের কথা উল্লেখ করে বলেছেন, তেহরান-কলোম্বর মধ্যকার বাণিজ্য সম্পর্ক জোরদারের অনেক সম্ভাবনা থাকলেও তা কাঙ্ক্ষিত মাত্রায় নেই।

সর্ববৃহৎ মহাদেশ এশিয়ার দেশগুলোর মধ্যে অর্থনৈতিক সহযোগিতা বাড়ানোর ব্যাপক সুযোগ রয়েছে। এ সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগালে এশিয়ার দেশগুলো অর্থনৈতিকভাবে লাভবান হওয়ার পাশাপাশি নিরাপত্তাও জোরদার হবে। ইরান ও শ্রীলঙ্কার মধ্যকার সম্পর্ক জোরদারও এর ব্যতিক্রম নয়। এশিয়ায় জ্বালানি চাহিদা মেটানোর ক্ষেত্রে ইরান অন্যতম একটি গুরুত্বপূর্ণ দেশ। এ ছাড়া, এশিয়া, ইউরোপ ও আফ্রিকা মহাদেশের মধ্যে যোগাযোগের ক্ষেত্রে ইরান সেতুবন্ধন হিসেবে পরিচিত। এ কারণে ভৌগোলিক দিক থেকে ইরানের গুরুত্ব অপরিসীম। পূর্ব ও পশ্চিমের দুনিয়া এবং ইরানের উত্তরে মধ্যএশিয়ার দেশগুলোর সঙ্গে দক্ষিণের আরব দেশগুলোর মধ্যে পণ্য পরিবহন ও যোগাযোগের ক্ষেত্রেও ইরান একটি গুরুত্বপূর্ণ রুট হিসেবে পরিচিত। ভৌগোলিক দিক দিয়ে ইরানের গুরুত্বের বিষয়টি ছাড়াও পূর্ব ও দক্ষিণ-পূর্ব শিল্পোন্নত দেশগুলোসহ এশিয়ার অন্য পণ্য উৎপাদনকারী দেশগুলোর জন্য ইরান একটি লোভনীয় ও বৃহৎ বাজার।

অতীত অভিজ্ঞতায় দেখা গেছে, এশিয়ার দেশগুলো পারস্পরিক আস্থা ও সহযোগিতার মাধ্যমে অভিন্ন অর্থনৈতিক স্বার্থ রক্ষায় ভূমিকা রাখতে পারে। এশিয়ার দেশগুলো অভিন্ন স্বার্থ ও সংস্কৃতির ওপর ভর করে আঞ্চলিক ও আন্তর্জাতিক নানা চ্যালেঞ্জ মোকাবেলা করা এবং অর্থনৈতিক উন্নতির জন্য বিরাজমান সুযোগ ও সম্ভাবনাকে কাজে লাগাতে পারে। এরই অংশ হিসেবে ইরানের বিভিন্ন কোম্পানি ও বিশেষজ্ঞরা শ্রীলঙ্কায় অবকাঠামো, বিদ্যুৎ স্থাপনা নির্মাণ, তেল শোধনাগার নির্মাণ, রেল লাইন তেরি প্রভৃতি ক্ষেত্রে সহযোগিতা দিতে প্রস্তুত রয়েছে।

ইরানের সর্বোচ্চ নেতার সঙ্গে সাক্ষাতে শ্রীলঙ্কার প্রেসিডেন্ট সিরিসেনাও বলেছেন, ইরান ও শ্রীলঙ্কা বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতাকে এগিয়ে নিতে পারে। এ প্রসঙ্গে তিনি শ্রীলঙ্কার বিভিন্ন প্রজেক্ট বাস্তবায়নে ইরানের পুঁজি বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেছেন, তার দেশে ইরানের বিনিয়োগকে তিনি স্বাগত জানাবেন।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী প্রযুক্তি, গবেষণাসহ বিভিন্ন ক্ষেত্রে দু'দেশের মধ্যে সহযোগিতা বিস্তারের ওপর গুরুত্বারোপ করে বলেছেন, এ ক্ষেত্রে সহযোগিতা করতে ইরান প্রস্তুত রয়েছে।

পর্যবেক্ষকরা বলছেন, অর্থনৈতিক ক্ষেত্রে সহযোগিতা ছাড়াও আঞ্চলিক ও আন্তর্জাতিক ক্ষেত্রেও ইতিবাচক ভূমিকা রাখতে পারে ইরান ও শ্রীলঙ্কা। তাদের মতে শ্রীলঙ্কার প্রেসিডেন্টের ইরান সফরের ফলে দু'দেশের মধ্যে সম্পর্ক ও সহযোগিতা বিস্তারে নয়া অধ্যায়ের সূচনা করতে পারে। #  

পার্সটুডে/রেজওয়ান হোসেন/১৪