বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে ইরানের প্রেসিডেন্টকে আমন্ত্রণ জানাল ফিফা
https://parstoday.ir/bn/news/iran-i57758-বিশ্বকাপের_উদ্বোধনী_অনুষ্ঠানে_ইরানের_প্রেসিডেন্টকে_আমন্ত্রণ_জানাল_ফিফা
রাশিয়ায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ২৩, ২০১৮ ১৮:৩৮ Asia/Dhaka
  • ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট (ফাইল ফটো)
    ইরানের প্রেসিডেন্টের সঙ্গে ফিফা প্রেসিডেন্ট (ফাইল ফটো)

রাশিয়ায় অনুষ্ঠেয় ফুটবল বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানিকে আমন্ত্রণ জানিয়েছেন বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো।

রুহানিকে পাঠানো আমন্ত্রণপত্রে তিনি লিখেছেন, ফুটবলের এমন এক বিশেষ ক্ষমতা রয়েছে যা দিয়ে মানুষকে ঐক্যবদ্ধ করতে পারে। সব ধরনের সামাজিক ও সাংস্কৃতিক প্রতিবন্ধকতা ভেঙে দেওয়ারও ক্ষমতা রয়েছে ফুটবলের। 

ফুটবল বিশ্বকাপ ২০১৮ ঐক্যের ক্ষেত্র হিসেবে কাজ করবে বলে তিনি তার আমন্ত্রণপত্রে মন্তব্য করেছেন। কয়েক মাস আগে ইরান সফরের সময়ও ফিফা প্রেসিডেন্ট গিয়ান্নি ইনফান্তিনো ইরানের প্রেসিডেন্টকে উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত থাকার আমন্ত্রণ জানিয়েছিলেন। 

আগামী ১৪ জুন থেকে ১৫ জুুলাই পর্যন্ত রাশিয়ায় ফুটবল বিশ্বকাপ অনুষ্ঠিত হবে। ইসলামি প্রজাতন্ত্র ইরান 'বি' গ্রুপে পড়েছে। এ গ্রুপের অন্য দেশগুলো হলো স্পেন, পর্তুগাল ও মরক্কো।#

পার্সটুডে/সোহেল আহম্মেদ/২৩