আমেরিকার আগ্রাসন রুখে দেবে ইরানের জনগণ: সেনা কমান্ডার
(last modified Wed, 30 May 2018 02:53:19 GMT )
মে ৩০, ২০১৮ ০৮:৫৩ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি
    ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি

ইরানের সেনাবাহিনীর পদাতিক ডিভিশনের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি হুঁশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আমেরিকার জেনে রাখা উচিত ইরানি জনগণ যেকোনো আগ্রাসন রুখে দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।

তিনি ইরানের উত্তরাঞ্চলীয় পশ্চিম আজারবাইজান প্রদেশের রাজধানী তাবরিজ শহরে পদাতিক কোরের কর্মকর্তাদের এক সমাবেশে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন। এ সময় যুদ্ধ করার প্রস্তুতি বজায় রাখা পদাতিক বাহিনীর মূল দায়িত্ব বলে উল্লেখ করেন জেনারেল হায়দারি।

তিনি বলেন, ইরানের সশস্ত্র বাহিনী বিশেষ করে পদাতিক বাহিনী যুদ্ধের জন্য সর্বোচ্চ প্রস্তুত অবস্থায় রয়েছে। কাজেই ইসলামের শত্রুরা ইরানের ভূমিতে আগ্রাসন চালানোর সাহস দেখাবে না।

ব্রিগেডিয়ার জেনারেল কিউমার্স হায়দারি

জেনারেল হায়দারি পশ্চিম আজারবাইজান প্রদেশকে ইসলামি ইরানের শক্তিমত্তার প্রতীক বলে উল্লেখ করেন। তিনি বলেন, দেশ রক্ষা ও শাহাদাতের অমীয় সুধা পান করার ক্ষেত্রে আজারবাইজানের জনগণের মধুর অভিজ্ঞতা রয়েছে। তারা অতীতে দৃষ্টান্তমুলক পদক্ষেপ গ্রহণ করে প্রমাণ করেছেন, তারা যেকোনো মূল্যে ইসলামি বিপ্লবকে রক্ষা করবেন এবং যেকোনো হুমকির দাঁতভাঙা জবাব দেবেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০

ট্যাগ