‘আলোচনার টেবিল থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকাই দায়ী’
https://parstoday.ir/bn/news/iran-i60489-আলোচনার_টেবিল_থেকে_বেরিয়ে_যাওয়ার_জন্য_আমেরিকাই_দায়ী’
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় তার দেশের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহের জবাব দিয়েছেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ০১, ২০১৮ ০৫:৫৬ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ এক টুইটার বার্তায় তার দেশের সঙ্গে আলোচনায় বসার ব্যাপারে মার্কিন প্রেসিডেন্টের আগ্রহের জবাব দিয়েছেন।

তিনি বলেছেন, পরমাণু সমঝোতা ও আলোচনার টেবিল থেকে বেরিয়ে যাওয়ার জন্য আমেরিকা যেন নিজেকে দায়ী করে। হুমকি ও নিষেধাজ্ঞা দিয়ে ইরানকে কাবু করা যাবে না বলেও তিনি উল্লখ করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের জনগণ ও আন্তর্জাতিক চুক্তির প্রতি সম্মান প্রদর্শনের জন্য মার্কিন সরকারের প্রতি আহ্বান জানান।

ডোনাল্ড ট্রাম্প

মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সোমবার দাবি করেন, তিনি ইরানের সঙ্গে ‘নিঃশর্ত’ আলোচনায় বসতে চান। ট্রাম্প এমন সময় এ প্রতারণামূলক ঘোষণা দিলেন যখন তিনি গত ৮ মে একতরফাভাবে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন। একইসঙ্গে আগামী ছয় মাসের মধ্যে ইরান বিরোধী নিষেধাজ্ঞা পুনর্বহালেরও ঘোষণা দিয়েছেন তিনি। ট্রাম্পের এ ঘোষণার তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক সমাজ।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১