পাকিস্তান সফরে গেছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী
https://parstoday.ir/bn/news/iran-i63914-পাকিস্তান_সফরে_গেছেন_ইরানি_পররাষ্ট্রমন্ত্রী
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) পাকিস্তান সফরে গেছেন। ইসলামাবাদ সফরের সময় তিনি দ্বিপক্ষীয় সহযোগিতাসহ নানা ইস্যু নিয়ে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
আগস্ট ৩০, ২০১৮ ১৮:১৯ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ আজ (বৃহস্পতিবার) পাকিস্তান সফরে গেছেন। ইসলামাবাদ সফরের সময় তিনি দ্বিপক্ষীয় সহযোগিতাসহ নানা ইস্যু নিয়ে পাকিস্তানের শীর্ষ পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

ইসলামাবাদ সফর সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি গতকাল বলেছিলেন, জাওয়াদ জারিফ পাকিস্তানের নতুন প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে দু দেশের স্বার্থ নিয়ে আলোচনা করবেন তারা।  

দু দিনের সফরের সময় জারিফ পাক পররাষ্ট্রমন্ত্রী, অর্থমন্ত্রী, সেনাপ্রধান এবং জাতীয় পরিষদ স্পিকার ও সিনেটের সভাপতিসহ অন্য কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন।

ইমরান খান

ইমরান খানের নেতৃত্বাধীন পাকিস্তান তেহরিকে ইনসাফ বা পিটিআই দল ক্ষমতায় আসার পর ইরানের পররাষ্ট্রমন্ত্রীর এটাই প্রথম পাকিস্তান সফর। ইমরান খান বার বার বলছেন, তিনি ইরানসহ প্রতিবেশী দেশগুলোর সঙ্গে সুসম্পর্ক প্রতিষ্ঠা করবেন। ইরানও আশা করছে, ইমরান খানের নেতৃত্বাধীন সরকারের সঙ্গে তেহরানের সম্পর্ক অন্যরকম উচ্চতায় যাবে।#

পার্সটুডে/এসআইবি/৩০