চুক্তি থেকে বেরিয়ে যাওয়া মার্কিনীদের কলঙ্ক: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i65584-চুক্তি_থেকে_বেরিয়ে_যাওয়া_মার্কিনীদের_কলঙ্ক_জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করেছে যে, এটা ছিল মার্কিন সরকারের জন্য একটি কলঙ্ক। এর মাঝ দিয়ে এও পরিষ্কার হয়েছে যে, এ সমঝোতা কতটা ইরানের স্বার্থ সংরক্ষণ করেছিল।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
নভেম্বর ০৫, ২০১৮ ১৭:০০ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বহুপক্ষীয় পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়ার ঘটনা প্রমাণ করেছে যে, এটা ছিল মার্কিন সরকারের জন্য একটি কলঙ্ক। এর মাঝ দিয়ে এও পরিষ্কার হয়েছে যে, এ সমঝোতা কতটা ইরানের স্বার্থ সংরক্ষণ করেছিল।

ইরানের জাতীয় সংসদে আজ (সোমবার) এক প্রশ্নের জবাবে জাওয়াদ জারিফ একথা বলেন। তিনি বলেন, কোনো চুক্তিই সব পক্ষের সব দাবি পূরণ করতে পারে না। জাওয়াদ জারিফ বলেন, ইরান এতটা বলিষ্ঠতার সঙ্গে পরমাণু আলোচনা করেছিল যে, আমেরিকা তা থেকে বেরিয়ে গেছে যা তাদের জন্য কলঙ্কজনক অধ্যায়। তারা এই সমঝোতার বিরুদ্ধে আন্তর্জাতিক অঙ্গনে একটা ঐকমত্য তৈরি করতে চেয়েছিল কিন্তু তারা ব্যর্থ হয়েছে। এখন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তাতেও ইরানের তেল ক্রেতাদেরকে ছয় মাস সময় দেয়া হয়েছে।  

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি

এদিকে, ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বাহরাম কাসেমি আজ এক সংবাদ ব্রিফিংয়ে বলেছেন, নিষেধাজ্ঞার পর ইরান ও মিত্রদের বাণিজ্য অব্যাহত রাখার বিষয়ে ‘স্পেশাল পারপাজ ভেহিক্যাল’ বা এসভিপি নিয়ে চমৎকারভাবে কাজ এগিয়ে চলেছে। এসভিপি হচ্ছে মার্কিন নিষেধাজ্ঞা এড়িয়ে ইরানের সঙ্গে ইউরোপীয় ও মিত্রদেশগুলোর আর্থিক লেনদেন অব্যাহত রাখার একটি নতুন উপায়। বিষয়টি নিয়ে শিগগিরি আনুষ্ঠানিক ঘোষণা আসবে বলে বাহরাম কাসেমি জানান।#

পার্সটুডে/এসআইবি/৫