আবারো ইরানের জনগণকে অবমাননা করে ট্রাম্পের বক্তব্য: তেহরানের প্রতিক্রিয়া
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ইরানি জাতিকে ধ্বংস করে দেয়ার জন্য মার্কিন উগ্রবাদীদের স্বপ্ন কোনো দিনই পূরণ হবে না। ইরানের জনগণকে লক্ষ্য করে সম্প্রতি মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের আবারো অবমাননাকর বক্তব্যের প্রতিক্রিয়ায় জারিফ এ কথা বলেছেন।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল (বুধবার) এক টুইট বার্তায় বলেছেন, প্রেসিডেন্ট ট্রাম্প আবারো ইরানকে একটি সন্ত্রাসী জাতি হিসেবে উল্লেখ করে প্রকৃতপক্ষে ইরানের জনগণের বিরুদ্ধে তিনি তার শত্রুতার বহিঃপ্রকাশ ঘটিয়েছেন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত মঙ্গলবার সৌদি সরকার বিরোধী সাংবাদিক জামাল খাশোগির হত্যার সঙ্গে সৌদি রাজা ও যুবরাজের হাত থাকার বিষয়টি প্রত্যাখ্যান করে উল্টো মধ্যপ্রাচ্যে অস্থিতিশীলতার জন্য ইরানকে দায়ী করেন এবং আবারো ইরানি জাতিকে অবমাননা করে বক্তব্য দিয়েছেন। ট্রাম্প ইরানি জনগণকে অপমান করে বলেছেন, "যদি আপনারা ইরানের দিকে লক্ষ্য করেন তাহলে বুঝবেন এটি একটি সন্ত্রাসী জাতি।"
এর আগেও মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের জনগণকে অবমাননা করে বক্তব্য দিয়েছিলেন। আমেরিকা একদিকে ইরানের জনগণের প্রতি সমর্থনের ভাব দেখায় অন্যদিকে সেই জনগণকেই আবার সন্ত্রাসী বলে প্রচার চালাচ্ছে। এ থেকে বোঝা যায় আমেরিকা ইরানের জনগণের বিরুদ্ধে সরাসরি অবস্থান নিয়েছে। মার্কিন নিষেধাজ্ঞার উদ্দেশ্যও ইরানের জনগণকে শাস্তি দেয়া। বর্তমান প্রেসিডেন্ট ট্রাম্পসহ আমেরিকার অতীতের সব সরকারই এটা বুঝতে পেরেছে যে, ইরানিরা একটি স্বাধীনচেতা জাতি এবং এ জাতি কখনোই কারো চাপের কাছে নতি স্বীকার করে না।
ইসলামি বিপ্লবের পর গত ৪০ বছর ধরে ইরান আমেরিকার শত্রুতা মোকাবেলা করে এসেছে এবং সব ষড়যন্ত্র ব্যর্থ করে দিয়েছে। বিশেষ করে ইরানের জনগণ সরকারের সহযোগী হওয়ায় আমেরিকার অতীতের সরকারগুলোও ক্ষুব্ধ ছিল। মার্কিন প্রেসিডেন্ট এমন সময় ইরানের জনগণকে সন্ত্রাসী বলে আখ্যায়িত করলেন যখন গত ৪০ বছর ধরে ইরানের জনগণই সন্ত্রাসী হামলার শিকার হয়ে আসছে এবং এইসব সন্ত্রাসীদের মূল পৃষ্ঠপোষক হচ্ছে আমেরিকা ও সৌদি আরব।
মার্কিন প্রতিনিধি পরিষদের সদস্য অ্যানা ইস্কামানি প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান বিরোধী বক্তব্যের প্রতিক্রিয়ায় বলেছেন, তার এ ধরণের কথাবার্তা আমাকে প্রচণ্ড ক্ষুব্ধ করেছে এবং তিনি আসল সন্ত্রাসীদের আড়াল করার চেষ্টা করছেন।
প্রেসিডেন্ট ট্রাম্পের ইরান আতঙ্ক ছড়ানোর আড়ালে সৌদি আরব ইয়েমেনসহ বিশ্বের অন্যান্য দেশে গণহত্যা চালিয়ে যাচ্ছে। তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কন্স্যুলেটে সৌদি সরকার বিরোধী সাংবাদিককে হত্যার ঘটনা থেকে সালমান পরিবারের রাষ্ট্রীয় সন্ত্রাসবাদের বিষয়টি ফুটে উঠেছে। এ অবস্থায় ইরানের মতো একটি দেশের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে সৌদি কিংবা আমেরিকা তাদের অপরাধযজ্ঞ আড়াল করতে পারবে না বলে পর্যবেক্ষকরা মনে করছেন। #
পার্সটুডে/রেজওয়ান হোসেন/২২
- খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন