চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত ফিলিস্তিনিদের পাশে থাকবে ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i66946-চূড়ান্ত_বিজয়_অর্জন_পর্যন্ত_ফিলিস্তিনিদের_পাশে_থাকবে_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে তার দেশ। তিনি শনিবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা’র সঙ্গে এক সাক্ষাতে ইরানের এই সমর্থন ঘোষণা করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ৩০, ২০১৮ ০৬:১১ Asia/Dhaka
  • জারিফের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন জিয়াদ আন-নাখালা (বামে)
    জারিফের সঙ্গে তার দপ্তরে সাক্ষাৎ করেন জিয়াদ আন-নাখালা (বামে)

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইহুদিবাদীদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জন পর্যন্ত ফিলিস্তিনি জনগণের পাশে থাকবে তার দেশ। তিনি শনিবার তেহরান সফররত ফিলিস্তিনের ইসলামি জিহাদ আন্দোলনের মহাসচিব জিয়াদ আন-নাখালা’র সঙ্গে এক সাক্ষাতে ইরানের এই সমর্থন ঘোষণা করেন।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ফিলিস্তিনি জনগণের স্বাধীনতা অর্জনের প্রতি সমর্থন ইরানের অন্যতম মৌলিক নীতি।

ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহিল উজমা খামেনেয়ী গত মে মাসে এক ভাষণে বলেছিলেন, একদিন ফিলিস্তিন ইহুদিবাদীদের নাগপাশ থেকে মুক্ত হবে এবং জেরুজালেম আল-কুদসকে রাজধানী করে স্বাধীন ফিলিস্তিন গঠিত হবে ইনশা আল্লাহ।

জারিফের সঙ্গে সাক্ষাতে জিহাদ আন্দোলনের মহাসচিব ইরানকে ফিলিস্তিনি জনগণের প্রকৃত পৃষ্ঠপোষক হিসেবে অভিহিত করেন এবং এজন্য তেহরানের প্রতি কৃতজ্ঞতা জানান।

কোনো কোনো আরব ও পশ্চিমা দেশ ফিলিস্তিনিদের ইসরাইল বিরোধী প্রতিরোধ আন্দোলনে প্রতিবন্ধকতা সৃষ্টির চেষ্টা করছে জানিয়ে জিয়াদ আন-নাখালা বলেন, ফিলিস্তিনিরা আজ অতীতের যেকোনো সময়ের চেয়ে তাদের চূড়ান্ত বিজয়ের ব্যাপারে বেশি আশাবাদী ও দৃঢ়প্রতিজ্ঞ। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৩০