বৈদেশিক লেনদেনের জন্য ইউরোপের দিকে চেয়ে নেই ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i67858-বৈদেশিক_লেনদেনের_জন্য_ইউরোপের_দিকে_চেয়ে_নেই_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বৈদেশিক লেনদেনের জন্য তার দেশ ইউরোপের দিকে তাকিয়ে থাকবে না। তবে এই মুহূর্তে ইরানের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক লেনদনের লক্ষ্যে যে বিশেষ ব্যবস্থা তৈরির কথা বলা হয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। এটি ইউরোপীয়দের আন্তরিকতা প্রদর্শনের পরীক্ষা বলেও তিনি মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ০৫, ২০১৯ ০৭:০৯ Asia/Dhaka
  • সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন জারিফ
    সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠকে বক্তব্য রাখেন জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বৈদেশিক লেনদেনের জন্য তার দেশ ইউরোপের দিকে তাকিয়ে থাকবে না। তবে এই মুহূর্তে ইরানের সঙ্গে ইউরোপের বাণিজ্যিক লেনদনের লক্ষ্যে যে বিশেষ ব্যবস্থা তৈরির কথা বলা হয়েছে তা গভীরভাবে পর্যবেক্ষণ করছে তেহরান। এটি ইউরোপীয়দের আন্তরিকতা প্রদর্শনের পরীক্ষা বলেও তিনি মন্তব্য করেন।

ড. জারিফ সোমবার ইরানের পার্লামেন্টের জাতীয় নিরাপত্তা ও পররাষ্ট্রনীতি বিষয়ক কমিশনের বৈঠকে অংশগ্রহণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন।

তিনি বলেন, ইউরোপীয়রা ‘ইনসটেক্স’ নামের যে বিশেষ অর্থনৈতিক ব্যবস্থা চালু করার কথা বলছে তা অনেক আগেই চালু করার কথা ছিল কিন্তু আমেরিকার চাপে বিষয়টিতে গড়িমসি করেছে ইউরোপ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ 

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্যে ইউরোপীয় দেশগুলোকে অবিলম্বে কার্যকর ব্যবস্থা নিতে হবে। ইরান এই সমঝোতায় নিজের দেয়া সব প্রতিশ্রুতি রক্ষা করলেও পশ্চিমা দেশগুলো তাদের প্রতিশ্রুতি পূরণ করছে না বলে তিনি অভিযোগ করেন।

জারিফ বলেন, ইনসটেক্স ইরানের চেয়ে ইউরোপের জন্যই বেশি জরুরি কারণ তাদেরকে এটা প্রমাণ করতে হবে যে, আমেরিকার চাপের মুখে তারা স্বাধীনভাবে সিদ্ধান্ত নিতে পারে এবং নিজেদের স্বার্থ নিজেরাই রক্ষা করতে সক্ষম।

পরমাণু সমঝোতায় স্বাক্ষরকারী তিন ইউরোপীয় দেশ জার্মানী, ফ্রান্স ও ব্রিটেন আমেরিকার নিষেধাজ্ঞাকে পাশ কাটিয়ে ইরানের সঙ্গে বাণিজ্যিক লেনদেন করার জন্য গত ৩১ জানুয়ারি বিশেষ আর্থিক ব্যবস্থা ইনসটেক্স চালু করার কথা ঘোষণা করে।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/৫