‘ইনসটেক্স’ প্রতিশ্রুতি বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ মাত্র: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i68318-ইনসটেক্স’_প্রতিশ্রুতি_বাস্তবায়নের_প্রাথমিক_পদক্ষেপ_মাত্র_ইরান
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতায় বর্ণিত আর্থিক সুবিধাগুলো ইরানকে পুরোপুরি দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিশেষ আর্থিক ব্যবস্থা- ‘ইনসটেক্স’ চালু করা হয়েছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ফেব্রুয়ারি ২৩, ২০১৯ ০৭:৪০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, ইউরোপীয় দেশগুলো পরমাণু সমঝোতায় বর্ণিত আর্থিক সুবিধাগুলো ইরানকে পুরোপুরি দেয়ার যে প্রতিশ্রুতি দিয়েছে তার প্রাথমিক পদক্ষেপ হিসেবে বিশেষ আর্থিক ব্যবস্থা- ‘ইনসটেক্স’ চালু করা হয়েছে।

তিনি সুইজারল্যান্ডের দৈনিক বাসলার জেইতুং’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন। জারিফ বলেন, আমেরিকা পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর এই সমঝোতার বাকি পক্ষগুলো ইরানকে ১২ দফাবিশিষ্ট প্রতিশ্রুতি বাস্তবায়নের যে আশ্বাস দেয় ‘ইনসটেক্স’ তা বাস্তবায়নের প্রাথমিক পদক্ষেপ মাত্র।

গত মাসে ইনটেক্স চালু করার কথা ঘোষণা করেন তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানির পররাষ্ট্রমন্ত্রীরা

ইরানকে আমেরিকার কাছে নতি স্বীকার করানোর জন্য ওয়াশিংটন সর্বশক্তি নিয়োগ করেছে বলে জানান মোহাম্মাদ জারিফ। তিনি বলেন, আমেরিকার এ প্রচেষ্টা চরমভাবে ব্যর্থ হবে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, তার দেশের তেলের সবগুলো ক্রেতা দেশও যদি মার্কিন চাপের কাছে নতি স্বীকার করে তেল কেনা বন্ধ করে দেয় তারপরও ইরানের কাছে বিকল্প ব্যবস্থা থাকবে।

সাক্ষাৎকারে সিরিয়ায় ইরানের সামরিক উপস্থিতি নিয়েও এক প্রশ্নের উত্তর দেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধ সহযোগিতা করার জন্য দামেস্কের আনুষ্ঠানিক আমন্ত্রণে সাড়া দিয়ে সিরিয়ায় সামরিক উপদেষ্টা পাঠিয়েছে তেহরান। কাজেই দেশটি থেকে সন্ত্রাসবাদের মূলোৎপাটন না হওয়া পর্যন্ত ইরানি সামরিক উপদেষ্টারা সিরিয়ায় অবস্থান করবেন। #

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/২৩