অস্ত্র বিক্রি করে মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ করে তুলেছে পাশ্চাত্য: ইরান
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, পশ্চিমা দেশগুলো কয়েকটি আরব দেশের কাছে অস্ত্র বিক্রির মাধ্যমে মধ্যপ্রাচ্যকে বিস্ফোরণোন্মুখ করে তুলেছে। তিনি জোর দিয়ে বলেন, পশ্চিমাদের এই অস্ত্রের যোগান এ অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারে নি।
আজ (রোববার) তেহরান বিশ্ববিদ্যালয়ে পররাষ্ট্রনীতি বিষয়ক এক অনুষ্ঠানে জাওয়াদ জারিফ বলেন, গত বছর পশ্চিমা দেশগুলো পারস্য উপসাগরীয় অঞ্চলের দেশগুলোর কাছে দশ হাজার কোটি ডলার মূল্যের অস্ত্র বিক্রি করেছে কিন্তু এসব অস্ত্র কী কারো নিরাপত্তা আনতে সক্ষম হয়েছে?

এর আগে, আন্তর্জাতিক নিরাপত্তা বিষয়ক বার্ষিক এক প্রতিবেদনে বলা হয়েছিল, ২০১৩ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত সময়ে পশ্চিমা দেশগুলো মধ্যপ্রাচ্যে তাদের অস্ত্র বিক্রি দ্বিগুণ করেছে। এতে আঞ্চলিক সংঘাতের ঝুঁকি বেড়েছে।
আজকের অনুষ্ঠানে জাওয়াদ জারিফ আরো বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর ইরানে ঐতিহাসিকভাবে বৈদেশিক হস্তক্ষেপের অবসান ঘটেছে।#
পার্সটুডে/এসআইবি/২৪