মধ্যপ্রাচ্যে কোনো দেশের সঙ্গে উত্তেজনা চায় না ইরান: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i68754-মধ্যপ্রাচ্যে_কোনো_দেশের_সঙ্গে_উত্তেজনা_চায়_না_ইরান_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে উত্তেজনা চায় না; এমনকি রিয়াদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উত্তেজনা পরিহারের চেষ্টা করছে তেহরান।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১১, ২০১৯ ০৬:৫৫ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, তার দেশ মধ্যপ্রাচ্যের কোনো দেশের সঙ্গে উত্তেজনা চায় না; এমনকি রিয়াদের সঙ্গে সম্পর্কের ক্ষেত্রেও উত্তেজনা পরিহারের চেষ্টা করছে তেহরান।

ইরাক সফররত জারিফ রোববার বাগদাদে ইরাকি সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ মন্তব্য করেন।

ইরানের প্রেসিডেন্ট হাসান রুহানির আসন্ন ইরাক সফরের ক্ষেত্র প্রস্তুতের লক্ষ্যে পররাষ্ট্রমন্ত্রী জারিফ বর্তমানে বাগদাদে অবস্থান করছেন। প্রেসিডেন্ট রুহানি তিনদিনের রাষ্ট্রীয় সফরে আজ (সোমবার) আরো পরে বাগদাদের উদ্দেশ্যে তেহরান ত্যাগ করবেন বলে কথা রয়েছে। ২০১৩ সালে ক্ষমতায় আসার পর এই প্রথম তিনি ইরাক সফরে যাচ্ছেন।

২০১৩ সালে প্রেসিডেন্টের দায়িত্ব গ্রহণের পর এটি হবে হাসান রুহানির প্রথম ইরাক সফর

তিনি সৌদি আরব সফরে যাবেন কিনা একজন ইরাকি সাংবাদিকের এমন প্রশ্নের জবাবে জারিফ বলেন, আপাতত এ ধরনের সফরের কোনো পরিকল্পনা তার নেই, তবে একইসঙ্গে প্রয়োজনে রিয়াদ সফরে যেতেও তার কোনো আপত্তি থাকবে না। কারণ, মধ্যপ্রাচ্যে যে দেশটি উত্তেজনা সৃষ্টি করছে সেটি হচ্ছে সৌদি আরব; ইরান নয়।#

পার্সটুডে/মুজাহিদুল ইসলাম/১১