‘মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্কে সন্ত্রাসীরা আতঙ্কিত হয়ে পড়ে’
https://parstoday.ir/bn/news/iran-i69708-মুসলিম_দেশগুলোর_মধ্যে_ঘনিষ্ঠ_সম্পর্কে_সন্ত্রাসীরা_আতঙ্কিত_হয়ে_পড়ে’
পাকিস্তানে গত বৃহস্পতিবারের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে সন্ত্রাসীরা প্রচণ্ড রকম ভয় পায়। এ কারণে তারা এ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালায়।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
এপ্রিল ২০, ২০১৯ ০৫:৩৩ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

পাকিস্তানে গত বৃহস্পতিবারের নৃশংস সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা জানিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মুসলিম দেশগুলোর মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ককে সন্ত্রাসীরা প্রচণ্ড রকম ভয় পায়। এ কারণে তারা এ সম্পর্ককে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যে আপ্রাণ চেষ্টা চালায়।

তিনি গতরাতে (শুক্রবার রাতে) এক টুইটার বার্তায় পাকিস্তানে বাস থেকে নামিয়ে ১৪ ব্যক্তিকে হত্যার কথা উল্লেখ করে বলেন, সন্ত্রাসীদের পাশাপাশি তাদের পৃষ্ঠপোষকরা মুসলিম দেশগুলোর মধ্যকার ঘনিষ্ঠ সম্পর্ক নস্যাত করার লক্ষ্যে প্রাণপণ চেষ্টা করছে। তবে দুই প্রভাবশালী মুসলিম দেশ ইরান ও পাকিস্তান সম্মিলিতভাবে সন্ত্রাসবাদের বিরুদ্ধে যুদ্ধ করার সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে জাওয়াদ জারিফ বলেন, সন্ত্রাস বিরোধী যুদ্ধে ইরান সব সময় পাকিস্তানের সরকার ও জনগণের পাশে ছিল, আছে এবং থাকবে।  

ইমরান খান আগামীকাল রোববার ইরান সফরে আসবেন বলে কথা রয়েছে

টুইটার বার্তায় জারিফ পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের আসন্ন তেহরান সফরের কথা উল্লেখ করে বলেন, দু’দেশের সম্পর্ক শক্তিশালী ও গভীর করার ক্ষেত্রে এ সফর হবে একটি গুরুত্বপূর্ণ মাইলফলক।আগামীকাল রোববার দু'দিনের রাষ্ট্রীয় সফরে তেহরান আসছেন প্রধানমন্ত্রী ইমরান খান।

গত বৃহস্পতিবার পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের গোয়াদর এলাকার কাছে একদল অজ্ঞাত বন্দুকধারী একটি যাত্রীবাহী বাস থামিয়ে সেটির ১৪ যাত্রীকে নামিয়ে নিয়ে যায়। পরে তাদেরকে লাইনে দাঁড় করিয়ে গুলি করে হত্যা করে বন্দুকধারীরা। বেলুচিস্তানের তিনটি নিষিদ্ধ সশস্ত্র গোষ্ঠী যৌথভাবে ওই জঘন্য সন্ত্রাসী হামলার দায় স্বীকার করেছে।

বন্দুকধারীরা পাকিস্তান সীমান্তরক্ষী বাহিনীর পোশাক পরে বাসটিতে ওঠে এবং আগে থেকে নিজেদের হাতে থাকা একটি তালিকা দেখে ওই ১৪ ব্যক্তিকে নামিয়ে নিয়ে যায় যাদের মধ্যে ১০ জন ছিলেন পাক নৌবাহিনীর ও একজন ছিলেন পাক বিমান বাহিনীর সৈন্য।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/২০