ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি থেকে বের হয়ে যেতে পারে: জারিফ
ইরান পরমাণু অস্ত্র বিস্তার রোধ চুক্তি বা এনপিটি থেকে বের হয়ে যাওয়ার বিষয়টি খতিয়ে দেখছে বলে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ।
ইরানের ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পুনরায় নিষেধাজ্ঞা আরোপের জবাবে নানা পন্থা খতিয়ে দেখা হচ্ছে তার মধ্যে এনপিটি থেকে বের হয়ে যাওয়ার বিষয়টিও রয়েছে বলে জানিয়েছেন জারিফ। ইরানের সম্প্রচার সংস্থা আইআরআইবিকে আজ(রোববার) দেয়া সাক্ষাৎকারে এ কথা জানান তিনি। তিনি বলেন, ইরানের সামনে নানা পথ খোলা রয়েছে এবং ইরানি কর্মকর্তারা তা খতিয়ে দেখছেন বলেও জানান তিনি। এনপিটি থেকে বের হয়ে যাওয়া এ সব পথের একটি বলেও জানান তিনি।

তিনি আরও বলেন, গত ৪০ বছরে ইরান কখনও কোনও নিষেধাজ্ঞাকে স্বাগত জানায় নি। পাশাপাশি আরও বলেন, একই সঙ্গে নিষেধাজ্ঞার বিরুদ্ধে পাল্টা ব্যবস্থাও নিয়েছে ইরান।
বহুজাতিক পরমাণু সমঝোতা বা জেসিপিওএ থেকে গত বছরের মে মাসে বের হয়ে যান ট্রাম্প। এরপর একতরফা ভাবে ইরানের ওপর নিষেধাজ্ঞা চাপিয়ে দেয় ওয়াশিংটন। পরমাণু সমঝোতার আওতায় এ সব নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নেয়া হয়েছিল।
পার্সটুডে/মূসা রেজা/২৯