ইরানের শত্রুরা দেখতে ভয়ঙ্কর আসলে দুর্বল: আইআরজিসি প্রধান
https://parstoday.ir/bn/news/iran-i70142-ইরানের_শত্রুরা_দেখতে_ভয়ঙ্কর_আসলে_দুর্বল_আইআরজিসি_প্রধান
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের শত্রুরা দেখতে শক্তিশালী ও ভয়ঙ্কর হলেও প্রকৃতপক্ষে তারা দুর্বল। গণমাধ্যম ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে তারা সব সময় নিজেদেরকে বিপজ্জনক ও ভীতিকর হিসেবে তুলে ধরতে চায়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মে ০৬, ২০১৯ ০৬:১৪ Asia/Dhaka
  • আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি
    আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি’র কমান্ডার মেজর জেনারেল হোসেইন সালামি বলেছেন, তার দেশের শত্রুরা দেখতে শক্তিশালী ও ভয়ঙ্কর হলেও প্রকৃতপক্ষে তারা দুর্বল। গণমাধ্যম ও মনস্তাত্ত্বিক যুদ্ধ চালিয়ে তারা সব সময় নিজেদেরকে বিপজ্জনক ও ভীতিকর হিসেবে তুলে ধরতে চায়।

জেনারেল সালামি রোববার সন্ধ্যায় ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি’র সঙ্গে এক বৈঠকে এ মন্তব্য করেন। তিনি বলেন, গোয়েন্দা মন্ত্রণালয় ও আইআরজিসি’র গোয়েন্দা সংস্থা ইরানের ইসলামি বিপ্লব ও শাসনব্যবস্থার দৃষ্টিশক্তি হিসেবে কাজ করছে। এই দুই বিভাগ কার্যক্ষেত্রে পরস্পরের পরিপূরক হিসেবে কর্মরত রয়েছে বলেও তিনি উল্লেখ করেন।

রোববার গোয়েন্দামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করেন জেনারেল সালামি

আইআরজিসি’র প্রধান বলেন, কোনো দেশ যদি শক্তিমত্তার সঙ্গে সামনে এগিয়ে যেতে পারে তাহলে শত্রুরা সেদেশের ওপর আগ্রাসন চালানোর ধৃষ্টতা দেখায় না।

সাক্ষাতে ইরানের গোয়েন্দামন্ত্রী মাহমুদ আলাভি বলেন, বর্তমানে গোয়েন্দা মন্ত্রণালয় ও আইআরজিসি’র পারস্পরিক সহযোগিতায় ইরানের জন্য একটি শক্তিশালী নিরাপত্তা বলয় গড়ে তোলা সম্ভব হয়েছে। #

পার্সটুডে/ মো.মুজাহিদুল ইসলাম/৬