আমেরিকার সঙ্গে আলোচনার সম্ভাবনা নেই: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
-
এবিসি নিউজকে সাক্ষাৎকার দিচ্ছেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, আমেরিকার সঙ্গে তার দেশের আলোচনায় বসার সম্ভাবনা নেই। তিনি রোববার তেহরানে মার্কিন নিউজ চ্যানেল এবিসি’কে দেয়া এক সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
জারিফ বলেন, আমেরিকা আসরে চাপ প্রয়োগে করে ইরানকে আলোচনার টেবিলে নিতে চায় এবং তেহরান চাপ প্রয়োগ পছন্দ করে না।
ইরানের পররাষ্ট্রমন্ত্রী তার দেশের বিরুদ্ধে আরোপিত মার্কিন নিষেধাজ্ঞাকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ হিসেবে অভিহিত করে বলেন, আমেরিকা নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে ইরানের সাধারণ জনগণকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

তিনি বলেন, আমেরিকা দাবি করছে, তারা ইরানে খাদ্যদ্রব্য ও ওষুধ প্রবেশে বাধা দিচ্ছে না। তারা মুখে এ কথা বললেও বাস্তবতা হচ্ছে, খাদ্য ও ওষুধ আমদানির জন্য আর্থিক লেনদেনের পথ বন্ধ করে রেখেছে ওয়াশিংটন। ফলে চূড়ান্তভাবে নিষেধাজ্ঞার কারণে ইরানের সাধারণ মানুষ চরম দুর্ভোগে পড়েছে।
মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত বছরের এপ্রিলে ইরানের পরমাণু সমঝোতা থেকে আমেরিকাকে বের করে নেন এবং একই বছরের নভেম্বরে ইরানের ওপর আরোপিত নিষেধাজ্ঞা পুনর্বহাল করেন। তবে সাম্প্রতিক সময়ে ট্রাম্প বেশ কয়েকবার ইরানের সঙ্গে নতুন করে চুক্তি স্বাক্ষরের লক্ষ্যে আলোচনায় বসার আগ্রহ প্রকাশ করেছেন। #
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৩