সমৃদ্ধকরণের মাত্রা বাড়িয়ে ইরান পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি: জারিফ
-
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, মার্কিন অর্থনৈতিক সন্ত্রাসবাদের মোকাবিলায় পরমাণু সমঝোতার আওতায় যেকোনো আইনসম্মত পদক্ষেপ নেয়ার অধিকার সংরক্ষণ করে তার দেশ। তিনি রোববার নিজের অফিসিয়াল টুইটার পেজে দেয়া এক পোস্টে এ মন্তব্য করেন।
পরমাণু সমঝোতা থেকে আমেরিকার বেরিয়ে যাওয়া এবং ইউরোপের পক্ষ থেকে এটি বাস্তবায়নে গড়িমসি করার বিষয় উল্লেখ করে জারিফ তার টুইটার বার্তায় বলেন, পরমাণু সমঝোতার ৩৬ নম্বর প্যারাগ্রাফ অনুসরণ করে ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে। এর মাধ্যমে তেহরান কোনো অবস্থায় পরমাণু সমঝোতা লঙ্ঘন করেনি বলে জানান ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি আরো বলেন, তিন ইউরোপীয় দেশ ফ্রান্স, ব্রিটেন ও জার্মানি পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু করলে ইরান আবার আগের অবস্থায় ফিরে যাবে।

মোহাম্মাদ জাওয়াদ জারিফ আরেক টুইটার পোস্টে লিখেছেন, ইউরোপীয় ইউনিয়ন ও তিন ইউরোপীয় দেশ যখন পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি পালনে ব্যর্থ হয়েছে তখন এ দেশগুলোর উচিত হবে তেহরানের নয়া পদক্ষেপের ব্যাপারে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ’র সম্ভাব্য বৈঠকে ইরানের প্রতি সমর্থন জানানো। তিনি বলেন, পরমাণু সমঝোতা রক্ষার লক্ষ্যে আমেরিকার আধিপত্যকামী আচরণ প্রতিহত করার পাশাপাশি নিজেদের কঠোর রাজনৈতিক অবস্থান ঘোষণা করা ছাড়া ইউরোপীয়দের সামনে আর কোনো পথ খোলা নেই।
ইরান গত চার বছর ধরে পরমাণু সমঝোতা পুরোপুরি বাস্তবায়ন করলেও ২০১৮ সালের মে মাসে আমেরিকা এটি থেকে অন্যায়ভাবে বেরিয়ে যায়। এরপর ইউরোপ ইরানকে এ সমঝোতা বাস্তবায়নের আশ্বাস দিলেও তা পালনে চরম ব্যর্থতার পরিচয় দেয়। পশ্চিমা দেশগুলোর এ ন্যক্কারজনক আচরণের প্রতিক্রিয়ায় ইরান গত ৮ মে পাশ্চাত্যকে ৬০ দিনের সময়সীমা বেধে দিয়ে বলেছিল, এ সময়ের মধ্যে ইউরোপীয় দেশগুলোকে তাদের প্রতিশ্রুতি পালন করতে হবে। তা না হলে তেহরান এ সমঝোতায় নিজের দেয়া কিছু প্রতিশ্রুতি পালন স্থগিত রাখবে। তেহরানের দেয়া সে সময়সীমা গতকাল ৭ জুলাই শেষ হওয়ার পর ইরান ইউরেনিয়াম সমৃদ্ধকরণের মাত্রা বাড়ানোর ঘোষণা দেয়।#
পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/৮