মার্কিন সন্ত্রাসীদের সঙ্গে আলোচনায় বসবে না ইরান: পররাষ্ট্রমন্ত্রী জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i72032-মার্কিন_সন্ত্রাসীদের_সঙ্গে_আলোচনায়_বসবে_না_ইরান_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপের নীতিকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যায়িত করে বলেছেন, তেহরান সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করবে না। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুলাই ১৮, ২০১৯ ০৬:০৩ Asia/Dhaka
  • নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী
    নিউ ইয়র্কে একটি অনুষ্ঠানে বক্তব্য রাখছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে মার্কিন সরকারের নিষেধাজ্ঞা আরোপের নীতিকে ‘সন্ত্রাসবাদ’ আখ্যায়িত করে বলেছেন, তেহরান সন্ত্রাসীদের সঙ্গে আলোচনা করবে না। তিনি নিউ ইয়র্কের স্থানীয় সময় বুধবার এক সংবাদ সম্মেলনে বলেন, আমেরিকা ইরানের বিরুদ্ধে অর্থনৈতিক যুদ্ধ শুরু করেছে।

জাতিসংঘের উচ্চ পর্যায়ের একটি বৈঠকে অংশ নিতে নিউ ইয়র্ক সফররত জারিফ আরো বলেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে অর্থনৈতিক যুদ্ধের কথা গর্বভরে বলে বেড়াচ্ছেন তা ইরানের নিরীহ সাধারণ মানুষকে লক্ষ্যবস্তুতে পরিণত করেছে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, আমেরিকার এই অর্থনৈতিক যুদ্ধ তার দেশের সরকার বা সেনাবাহিনীকে লক্ষ্য করে শুরু করা হয়নি বরং সাধারণ জনগণকে টার্গেট করে শুরু করা হয়েছে।  এ যুদ্ধকে ‘অর্থনৈতিক সন্ত্রাসবাদ’ আখ্যায়িত করে মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেন, উগ্র সন্ত্রাসীরা যেমন সরকারের ক্ষতি করতে না পেরে তাদের অশুভ উদ্দেশ্য চরিতার্থ করার জন্য সাধারণ মানুষকে টার্গেটে পরিণত করে তেমনি আমেরিকাও ইরানের সাধারণ মানুষকে টার্গেটে পরিণত করেছে।

ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে 'সর্বোচ্চ চাপ' সৃষ্টির নীতি নিয়েছেন ট্রাম্প

ইরানের পররাষ্ট্রমন্ত্রী সুস্পষ্ট ভাষায় বলেন, আইনগত দিক থেকে সন্ত্রাসবাদের অর্থ হচ্ছে গায়ের জোরে আপনি একটি দেশের নীতিকে পরিবর্তন বা দেশটির জনগণকে তাদের নীতি পরিবর্তন করতে বাধ্য করার চেষ্টা করবেন।

উল্লেখ্য, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তার প্রশাসনের সঙ্গে আলোচনায় বসতে বাধ্য করার জন্য ইরানের বিরুদ্ধে ‘সর্বোচ্চ চাপ প্রয়োগ’র নীতি গ্রহণ করেছেন। কিন্তু ইরান ট্রাম্পের আলোচনার প্রস্তাব প্রত্যাখ্যানের পাশাপাশি ‘সর্বোচ্চ প্রতিরোধ’ গড়ে তোলার সিদ্ধান্ত নিয়ে ওয়াশিংটনের ইরান নীতিকে কার্যত ব্যর্থ করে দিয়েছে।#

পার্সটুডে/মো. মুজাহিদুল ইসলাম/১৮