ব্রাজিল থেকে দেশের পথে রওয়ানা দিয়েছে ইরানি জাহাজ
-
পণ্যবাহী ইরানি জাহাজ ‘বাভান্দ’
ব্রাজিলের প্যারানাগুয়া বন্দরে আটকা পড়া পণ্যবাহী ইরানি জাহাজ ‘বাভান্দ’ শেষ পর্যন্ত দেশের পথে রওয়ানা দিয়েছে। গতকাল (সোমবার) প্যারানাগুয়া বন্দর কর্তৃপক্ষ এ তথ্য জানিয়েছে। ব্রাজিলের রাষ্ট্রীয় কোম্পানি পেট্রোলিও ব্রাসিলিরো এসএ জ্বালানি তেল সরবরাহ করার পার বাভান্দ দেশের পথে রওয়ানা দেয়।
প্যারানাগুয়া বন্দরে আটকা পড়া ইরানের দ্বিতীয় জাহাজ ‘তারমেহ’ এর দুদিন আগে জ্বালানি নিয়ে ওই বন্দর ছেড়েছে এবং ব্রাজিলের অন্য একটি বন্দর থেকে খাদ্যশস্য ভর্তি করে ইরানের উদ্দেশ্যে রওয়ানা দেবে।
এ দুটি জাহাজ কিছুদিন আগে ইরান থেকে ব্রাজিলের জন্য ইউরিয়া সার নিয়ে গিয়েছিল। কিন্তু ব্রাজিলের রাষ্ট্রীয় কোম্পানি জ্বালানি সরবরাহ করতে অস্বীকার করলে ইরানি জাহাজ দুটি সেখানে আটকা পড়ে।

মার্কিন একতরফা ও অবৈধ নিষেধাজ্ঞা লঙ্ঘন হতে পারে এমন ভয়ে ব্রাজিলের কোম্পানি জ্বালানি সরবরাহ করতে অস্বীকৃতি জানায়। পরে দেশটির আদালতের হস্তক্ষেপে ইরানি জাহাজে জ্বালানি সরবরাহ করা হয়। ইরান অবশ্য হুমকি দিয়ে বলেছিল যে, জাহাজে জ্বালানি না দিলে ব্রাজিল থেকে বছরে ২০০ কোটি ডলারের খাদ্যশস্য আমদানি বাতিল করবে তেহরান।#
পার্সটুডে/এসআইবি/৩০