নাটকের মঞ্চের সঙ্গে রাজনৈতিক মঞ্চকে গুলিয়ে ফেলেছেন ট্রাম্প: লারিজানি
-
ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি
ইরানের পার্লামেন্ট স্পিকার আলী লারিজানি বলেছেন, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প নাটকের মঞ্চের সঙ্গে রাজনৈতিক মঞ্চকে গুলিয়ে ফেলেছেন। তিনি মার্কিন নিউজ চ্যানেল এনবিসি’কে দেয়া বিশেষ সাক্ষাৎকারে এ মন্তব্য করেন।
তিনি উত্তর কোরিয়ার নেতা কিম জং-উনের সঙ্গে ডোনাল্ড ট্রাম্পের সাক্ষাতের কথা উল্লেখ করে প্রশ্ন করেন, নাটকের মঞ্চের মতো কিমকে জড়িয়ে ধরে ছবি তুললেও ট্রাম্প কি উত্তর কোরিয়ার ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করেছেন?
ড. লারিজানি তার সাক্ষাৎকারে ছয় বিশ্বশক্তির সঙ্গে ইরানের স্বাক্ষরিত পরমাণু সমঝোতা সম্পর্কেও কথা বলেন। তিনি বলেন, ওই সমঝোতায় ইরান যেসব প্রতিশ্রুতি দিয়েছে সেসবই তেহরানের শেষ কথা। নতুন করে ইরান পরমাণু কর্মসূচির বিষয়ে আর কোনো আলোচনায় বসবে না।

ইরানের পার্লামেন্ট স্পিকার বলেন, দুই বছরের আলোচনার ফলাফল হিসেবে একটি পরমাণু সমঝোতা অর্জিত হয়েছে এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদ প্রস্তাব পাস করে এটিকে অনুমোদন দিয়েছে। অথচ আমেরিকা ওই সমঝোতা থেকে বেরিয়ে গিয়ে কার্যত আলোচনার পথ রুদ্ধ করে দিয়েছে। এখন মার্কিন প্রেসিডেন্ট ইরানের সঙ্গে আলোচনায় বসার যে আগ্রহ প্রকাশ করছেন তা বাদ দিয়ে তার উচিত আগে পরমাণু সমঝোতায় ফিরে আসা।
ইরান কি ২০২০ সালের মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন পর্যন্ত আমেরিকার নিষেধাজ্ঞা মোকাবিলা করবে- এমন প্রশ্নের উত্তরে আলী লারিজানি বলেন, তার দেশের অবস্থান অত্যন্ত পরিষ্কার। ইরানের দীর্ঘমেয়াদি পরিকল্পনা রয়েছে। ওয়াশিংটন ছাড়া অন্য সব দেশের সঙ্গে তেহরানের সুসম্পর্ক বিরাজ করছে। বিশেষ করে প্রতিবেশী দেশগুলোর পাশাপাশি রাশিয়া, চীন ও ইউরোপীয় দেশগুলোর সঙ্গে ইরানের ঘনিষ্ঠ সম্পর্ক রয়েছে।
ইরানের বিরুদ্ধে আমেরিকার যুদ্ধ করার হুমকি সম্পর্কে স্পিকার লারিজানি বলেন, তার দেশ কোনো অবস্থায়ই যুদ্ধ চায় না; তবে আক্রান্ত হলে আগ্রাসী শক্তিকে কঠোর জবাব দেবে তেহরান।#
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।