ইরানের মহাকাশ গবেষণার ওপর মার্কিন নিষেধাজ্ঞা ব্যর্থ হবে: জারিফ
-
বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ
ইসলামি প্রজাতন্ত্র ইরানের মহাকাশ গবেষণা কর্মসূচির ওপর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসন যে নিষেধাজ্ঞা আরোপ করেছে তা ব্যর্থ হবে মন্তব্য করেছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ। একইসঙ্গে তিনি বলেন, তেহরানের ওপর ওয়াশিংটনের সর্বোচ্চ চাপ প্রয়োগের নীতির ফলে চূড়ান্তভাবে মার্কিন অর্থনীতি ক্ষতিগ্রস্ত হবে।
আজ (বুধবার) বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী একে আব্দুল মোমেনের সঙ্গে বৈঠকের পর জারিফ এসব মন্তব্য করেন। ইরানের বেসামরিক মহাকাশ গবেষণা সংস্থার পাশাপাশি এর দুটি ইনস্টিটিউটের ওপর নিষেধাজ্ঞা আরোপ প্রসঙ্গে পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ বলেন, মার্কিনীরা নিষেধাজ্ঞা দেয়ার আসক্তে পরিণত হয়েছে এবং প্রতিদিনই কোনো না কোনো দেশের সরকারের ওপর নিষেধাজ্ঞা আরোপ করছে।
তিনি জোর দিয়ে বলেন, এ ধরনের নিষেধাজ্ঞার কোনো মূল্য নেই বরং এর জন্যে বিশ্ব ক্রমে আমেরিকাকে উপহাস করতে শুরু করবে। আমেরিকার অর্থনৈতিক নিষেধাজ্ঞা এমন তীব্র আকার ধারন করেছে যে এগুলো চূড়ান্তভাবে শক্তিশালী মার্কিন অর্থনীতিকেই দুর্বল করে দেবে।
পররাষ্ট্রমন্ত্রী জারিফ ২০১৫ সালের পরমাণু সমঝোতা অবিচল রাখার জন্য ফ্রন্সের নেতৃত্বে ইউরোপের কূটনৈতিক প্রচেষ্টা সম্পর্কেও মন্তব্য করেন। পরমাণু সমঝোতা বাঁচাতে ইউরোপের নেয়া পদক্ষেপ মার্কিন অনুমোদনের জন্য ইউরোপের পক্ষ থেকে যে আহ্বান জানানো হয়েছে তাকে দুঃখজনক বলে আখ্যায়িত করেছেন জারিফ।#
পার্সটুডে/বাবুল আখতার/৪
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।