পরমাণু সমঝোতার ধারা মেনেই ইরান তৃতীয় পদক্ষেপ নিয়েছে: জারিফ
-
আইএইএ\\\'র ভারপ্রাপ্ত মহাপরিচালক করনেল ফেরুতার সঙ্গে বৈঠক করেন পররাষ্ট্রমন্ত্রী জাওয়াদ জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ মোহাম্মদ জাওয়াদ জারিফ বলেছেন, ২০১৫ সালের পরমাণু সমঝোতার আওতায় তার দেশ কিছু প্রতিশ্রুতি স্থগিতের ক্ষেত্রে তিন পর্যায়ের যে পদক্ষেপ নিয়েছে তা সম্পূর্ণ বৈধ এবং সমঝোতার ধারা মেনেই এসব ব্যবস্থা নেয়া হয়েছে।
আজ (রোববার) ইরান সফররত আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র ভারপ্রাপ্ত মহাপরিচালক করনেল ফেরুতার সঙ্গে বৈঠক এসব মন্তব্য করেন জারিফ।
জাওয়াদ জারিফ বলেন, ইউরোপীয় দেশগুলো তাদের প্রতিশ্রুতি পালন করতে ব্যর্থ হওয়ার কারণে পাল্টা পদক্ষেপ হিসেবে ইসলামি প্রজাতন্ত্র ইরানও তার পক্ষ থেকে দেয়া কিছু প্রতিশ্রুতি স্থগিতের সিদ্ধান্ত নিয়েছে। পরমাণু সমঝোতার ৩৬ ধারায় এ অধিকার নিশ্চিত করা হয়েছে বলেও জানান তিনি।

ইরানের আণবিক শক্তি সংস্থার মুখপাত্র বেহরুজ কামালভান্দি রাজধানী তেহরানে গতকাল (শনিবার) এক সংবাদ সম্মেলনে নতুন সেন্ট্রিফিউজ বসানোর বিষয়টি নিশ্চিত করেছিলেন। পরমাণু সমঝোতার প্রতিশ্রুতি বাস্তবায়ন স্থগিত রাখার তৃতীয় পর্যায়ে ইরান এ ব্যবস্থা নিয়েছে বলেও জানিয়েছিলেন কামালভান্দি।#
পার্সটুডে/বাবুল আখতার/৮
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।