অস্ট্রেলিয়াকে বিধ্বস্ত করে এশিয়ান ভলিবলে চ্যাম্পিয়ন ইরান
(last modified Sat, 21 Sep 2019 19:30:07 GMT )
সেপ্টেম্বর ২২, ২০১৯ ০১:৩০ Asia/Dhaka
  • ট্রফি হাতে ইরানি খেলোয়াড়দের উল্লাস
    ট্রফি হাতে ইরানি খেলোয়াড়দের উল্লাস

ইরানের জাতীয় ভলিবল দল অস্ট্রেলিয়াকে ৩-০ সেটে বিধ্বস্ত করে এশিয়ান কাপের শিরোপা জিতেছে। এর মধ্যদিয়ে তৃতীয়বারের মতো এশিয়ান ভলিবল চ্যাম্পিয়ন হলো ইরান।

আজ (শনিবার) বিকেলে কানায় কানায় পূর্ণ তেহরানের আজাদি স্টেডিয়ামে শিরোপা নির্ধারণী ম্যাচটি অনুষ্ঠিত হয়। খেলার শুরু থেকে শেষ পর্যন্ত ইরানি খেলোয়াড়রা প্রতিপক্ষের বিপক্ষে আধিপত্য বিস্তার করতে থাকে। প্রথম সেটটি ২৫-১৪, দ্বিতীয়টি ২৫-১৭ পয়েন্টের ব্যবধানে জিতে নেয় ইরান। তৃতীয় সেটে অস্ট্রেলিয়া খানিকটা উত্তেজনা ছড়ালের শেষ পর্যন্ত ২৫-২১ ব্যবধানে জয় লাভ করে ইরানের জাতীয় পুরুষ ভলিবল দল।

২০১৯ সালের এশিয়ান কাপের ফাইনালের আগের সাতটি ম্যাচেই জয়লাভ করেছিল অস্ট্রেলিয়া। ইরানও অস্ট্রেলিয়ার কাছে হেরেছিল। কিন্তু ফাইনালে অস্ট্রেলিয়াকে হারিয়ে মধুর প্রতিশোধ নিল ইরান।

ট্রফি ও মেডেল হাতে ইরানি ভলিবল দলের সদস্যরা

গত ৫ সেপ্টেম্বর তেহরান ২০ রাউন্ডের এশিয়ান ভলিবল চ্যাম্পিয়নশিপ শুরু হয়। এর আয়োজন করে এশিয়া ভলিবলের পরিচালনা পর্ষদ এশিয়ান ভলিবল ফেডারেশন (এভিসি)। এই টুর্নামেন্টের বিজয়ী শীর্ষ আট দল ২০২০ এশিয়ান অলিম্পিক কোয়ালিফিকেশন টুর্নামেন্টে খেলার যোগ্যতা অর্জন করেছে। 

ইরানের চ্যাম্পিয়ন হওয়ার মধ্যদিকে প্রতিযোগিতার পর্দা নামল। দক্ষিণ কোরিয়াকে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতেছে গতবারের চ্যাম্পিয়ন জাপান।

করতালির মাধ্যমে ইরানি দলকে অভিনন্দন জানান কর্মকর্তারা

ইরান এর আগে ২০১১ ও ২০১২ সালে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ২০০৯ ও ২০১৫ সালে ইরানের ভলিবল দল রানার্সআপ হয়। এছাড়া, ২০০৩ সালে তৃতীয় এবং ১৯৯৫ সালে চতুর্থ স্থান লাভ করে ইরান।#  

পার্সটুডে/আশরাফুর রহমান/২১

খবরসহ আমাদের ওয়েবসাইটে প্রকাশিত সব লেখা ফেসবুকে পেতে এখানে ক্লিক করুন এবং নোটিফিকেশনের জন্য লাইক দিন