আফগানিস্তানের মসজিদে ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানাল ইরান
https://parstoday.ir/bn/news/iran-i74588-আফগানিস্তানের_মসজিদে_ভয়াবহ_বোমা_হামলার_তীব্র_নিন্দা_জানাল_ইরান
আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। গতকালের ওই পাশবিক হামলায় তাৎক্ষণিকভাবে অন্তত ৬২ জন নিহত ও অপর প্রায় ৬০ জন মুসল্লি আহত হন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
অক্টোবর ১৯, ২০১৯ ০৭:১৮ Asia/Dhaka
  • শুক্রবারের পাশবিক হামলায় আহত এক কিশোরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে
    শুক্রবারের পাশবিক হামলায় আহত এক কিশোরকে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হচ্ছে

আফগানিস্তানের নানগারহার প্রদেশের একটি মসজিদে শুক্রবার জুমার নামাজের সময় ভয়াবহ বোমা হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। গতকালের ওই পাশবিক হামলায় তাৎক্ষণিকভাবে অন্তত ৬২ জন নিহত ও অপর প্রায় ৬০ জন মুসল্লি আহত হন।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি শুক্রবার বিকেলে এক বিবৃতিতে ওই নিন্দা জানানোর পাশাপাশি আফগানিস্তানের সরকার ও জনগণের প্রতি শোক প্রকাশ করেন এবং নিহত মুসল্লিদের শোকসন্তপ্ত পরিবারবর্গকে সমবেদনা জানান।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

সাইয়্যেদ মুসাভি বলেন, জুমার নামাজ আদায়রত নিরস্ত্র মুসল্লিদের ওপর সন্ত্রাসী হামলা উগ্র জঙ্গিদের চরম দুস্কৃতি ও পাশবিক চরিত্র উন্মোচন করে দিয়েছে। এসব জঙ্গি ইরানের প্রতিবেশী দেশ আফগানিস্তানের মুসলমানদের মধ্যে কোন্দল সৃষ্টি করে দেশটিকে নিরাপত্তাহীন ও অস্থিতিশীল করে রাখতে চায়।

আফগানিস্তানের পাকিস্তান সীমান্তবর্তী নানগারহার প্রদেশের জু দার্‌রা এলাকার একটি মসজিদে গতকাল জুমার নামাজের সময় শক্তিশালী দু’টি বিস্ফোরণে ৬২ জন মুসল্লি নিহত হন। নিহতদের মধ্যে অনেক শিশু রয়েছে যারা তাদের অভিভাবকদের সঙ্গে জুমার নামাজ আদায় করতে মসজিদে গিয়েছিল। কোনো গোষ্ঠী এ হামলার দায়িত্ব স্বীকার করেনি তবে উগ্র জঙ্গি গোষ্ঠী দায়েশ ও তালেবান অতীতে এ ধরনের বহু হামলা চালিয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৯

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।