জিহাদ কমান্ডারের ওপর ইসরাইলি হামলার তীব্র নিন্দা জানাল ইরান
-
শহীদ বাহা আবুল আতা
অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসলামি জিহাদ আন্দোলনের শীর্ষস্থানীয় কমান্ডার বাহা আবুল আতার বাসভবনে ইহুদিবাদী ইসরাইলি বিমান হামলার তীব্র নিন্দা জানিয়েছে ইরান। মঙ্গলবারের ওই হামলায় বাহা আবুল আতা সস্ত্রীক শাহাদাতবরণ করেন এবং তার দুই সন্তানসহ তিনজন গুরুতর আহত হন।
ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি ওই হামলার নিন্দা জানানোর পাশাপাশি আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের দায়ে ইহুদিবাদী ইসরাইলি নেতাদের বিচার করার আহ্বান জানান।

তিনি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের ইসরাইল বিরোধী সংগ্রামের ভূয়সী প্রশংসা করেন। মুসাভি বলেন, একমাত্র সশস্ত্র প্রতিরোধের মাধ্যমেই কেবল ফিলিস্তিনি জাতি ইহুদিবাদীদের কবল থেকে তাদের মাতৃভূমি পুনরুদ্ধার করতে পারবে।
ইহুদিবাদী ইসরাইলের আগ্রাসী অপরাধযজ্ঞ সম্পর্কে নীরব থাকার জন্য আন্তর্জাতিক সংস্থাগুলোর তীব্র নিন্দা জানান ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র। তিনি বলেন, শিশু হত্যাকারী ও রক্তপিপাসু ইসরাইলের প্রতি আন্তর্জাতিক সমর্থনের কারণে ফিলিস্তিনি জনগণের ওপর হামলা চালিয়ে যাওয়ার ধৃষ্টতা দেখাতে পারছে তেল আবিব।#
পার্সটুডে/এমএমআই/১৩
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।