সংসদের কাছে খসড়া বাজেট পেশ করলেন প্রেসিডেন্ট রুহানি
https://parstoday.ir/bn/news/iran-i75771-সংসদের_কাছে_খসড়া_বাজেট_পেশ_করলেন_প্রেসিডেন্ট_রুহানি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আগামী নতুন বছরের জন্য ১১ হাজার ৫০০ কোটি ডলারের খসড়া বাজেট দেশটির জাতীয় সংসদের কাছে পেশ করেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ডিসেম্বর ০৮, ২০১৯ ১৭:২৯ Asia/Dhaka
  • জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানির কাছে খসড়া  বাজেট তুলে দিচ্ছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি
    জাতীয় সংসদের স্পিকার ড. আলী লারিজানির কাছে খসড়া বাজেট তুলে দিচ্ছেন প্রেসিডেন্ট ড. হাসান রুহানি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ড. হাসান রুহানি আগামী নতুন বছরের জন্য ১১ হাজার ৫০০ কোটি ডলারের খসড়া বাজেট দেশটির জাতীয় সংসদের কাছে পেশ করেছেন।

খসড়া বাজেট পেশের পর তিনি জানিয়েছেন, এবারের বাজেটে তেলের ওপর নির্ভরতা একেবারেই কমানো হয়েছে। আগামী ২০ মার্চ থেকে ইরানি নতুন বছর শুরু হবে।

প্রেসিডেন্ট রুহানি জাতীয় সংসদকে জানান, গতবারের মতো এবারও প্রতিরোধমূলক বাজেট অনুসরণ করবে সরকার। তিনি আরো বলেন, “এ বাজেট বিশ্ববাসীর কাছে এ কথাই ঘোষণা করছে যে, আমেরিকার অবৈধ ও একতরফা নিষেধাজ্ঞার পরও আমরা দেশকে এগিয়ে নিচ্ছি।”

জাতীয় সংসদে প্রেসিডেন্ট রুহানি

প্রেসিডেন্ট রুহানি বলেন, ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিরুদ্ধে আমেরিকা যে সর্বোচ্চ চাপ প্রয়োগের তৎপরতা চালাচ্ছে তাকে বিবেচনায় নিয়েই বাজেট প্রস্তাব করা হয়েছে। এটি একটি প্রতিরোধমূলক বাজেট এবং তেলের ওপরে যতটা সম্ভব নির্ভরতা কমানোর চেষ্টা করা হয়েছে।

প্রেসিডেন্ট রুহানি বলেন, “আমাদের শত্রু আমেরিকা ও ইহুদিবাদী ইসরাইল ভেবেছিল নিষেধাজ্ঞা আরোপের মাধ্যমে তারা ইরানি জনগণকে নাস্তানাবুদ করতে সক্ষম হবে কিন্তু তারা এখন হতাশ হয়েছে এবং তাদের এই হতাশা বাড়তে থাকবে।”

ইরানি নতুন বছরের জন্য প্রেসিডেন্ট রুহানি যে বাজেট প্রস্তাব করেছেন তাতে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য শতকরা ১৫ ভাগ বেতন বাড়ানোর প্রস্তাব করা হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/৮