বলপ্রয়োগের নীতি পারস্য উপসাগরের নিরাপত্তা নিশ্চিত করবে না: জারিফ
https://parstoday.ir/bn/news/iran-i76021-বলপ্রয়োগের_নীতি_পারস্য_উপসাগরের_নিরাপত্তা_নিশ্চিত_করবে_না_জারিফ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বলপ্রয়োগের নীতি পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তিনি মঙ্গলবার এক টুইটার বার্তায় সাম্প্রতিক দোহা ফোরামে নিজের দেয়া বক্তব্যের ছবি প্রকাশ করে এ মন্তব্য করেন।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
ডিসেম্বর ১৮, ২০১৯ ০৬:৫১ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ বলেছেন, বলপ্রয়োগের নীতি পারস্য উপসাগরীয় অঞ্চলের নিরাপত্তা নিশ্চিত করতে পারবে না। তিনি মঙ্গলবার এক টুইটার বার্তায় সাম্প্রতিক দোহা ফোরামে নিজের দেয়া বক্তব্যের ছবি প্রকাশ করে এ মন্তব্য করেন।

তিনি বলপ্রয়োগের নীতি পরিহার করে ‘বাস্তবসম্মত সহযোগিতা’য় মনোনিবেশ করার জন্য পারস্য উপসাগরীয় দেশগুলোর প্রতি আহ্বান জানান। ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কোনো ভালো পরিকল্পনাই একটি দেশ বা একটি পক্ষের মাধ্যমে বাস্তবায়ন করা সম্ভব নয়; এজন্য সব দেশের সহযোগিতা প্রয়োজন।

গত রোববার দোহা ফোরামে বক্তব্য রাখেন মোহাম্মাদ জাওয়াদ জারিফ

মোহাম্মাদ জাওয়াদ জারিফ রোববার কাতারের রাজধানীতে অনুষ্ঠিত দোহা ফোরামে বক্তব্য রাখার পাশাপাশি বিভিন্ন আঞ্চলিক দেশের পররাষ্ট্রমন্ত্রী ও শীর্ষস্থানীয় কূটনীতিকদের সঙ্গে সাক্ষাৎ করেন। এসব সাক্ষাতে তিনি ইরানের পক্ষ থেকে উত্থাপিত ‘হরমুজ শান্তি পরিকল্পনা’র লক্ষ্য-উদ্দেশ্য ব্যাখ্যা করেন।

পারস্য উপসাগরীয় দেশগুলোর মধ্যে উত্তেজনা প্রশমন ও এ অঞ্চলে টেকসই শান্তি প্রতিষ্ঠার লক্ষ্যে গত ২৫ সেপ্টেম্বর ইরানের পক্ষ থেকে হরমুজ শান্তি পরিকল্পনা উত্থাপন করা হয়। প্রেসিডেন্ট হাসান রুহানি নিউ ইয়র্কে জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে দেয়া ভাষণে ওই পরিকল্পনা তুলে ধরেন।#

পার্সটুডে/এমএমআই/১৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।