আলোচনার দরজা খোলা তবে চাপের কাছে নতি স্বীকার নয়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i77432-আলোচনার_দরজা_খোলা_তবে_চাপের_কাছে_নতি_স্বীকার_নয়_ইরান
ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরান তার দরজা সব সময় খোলা রেখেছে কিন্তু কোনো রকমের চাপের কাছে নতি স্বীকার করবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
ফেব্রুয়ারি ১৩, ২০২০ ১৬:০৫ Asia/Dhaka
  • আলী আকবর সালেহি (বামে) ও রাফায়েল গ্রোসি
    আলী আকবর সালেহি (বামে) ও রাফায়েল গ্রোসি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের আণবিক শক্তি সংস্থার প্রধান আলী আকবর সালেহি বলেছেন, পরমাণু কর্মসূচি নিয়ে আলোচনার জন্য তেহরান তার দরজা সব সময় খোলা রেখেছে কিন্তু কোনো রকমের চাপের কাছে নতি স্বীকার করবে না।

আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা বা আইএইএ'র নতুন মহাপরিচালক রাফায়েল গ্রোসির সঙ্গে অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় এক বৈঠকে আলী আকবর সালেহি একথা বলেন। তিনি বলেন, আইএইএ'র সঙ্গে ইরানের সম্পর্ক অত্যন্ত ভালো এবং এ সম্পর্কের ভিত্তি পারস্পরিক সমঝোতা। ইরান আশা করে এই সংস্থা ও তাদের কোনো সিদ্ধান্তে রাজনৈতিক অভিলাষ প্রভাব বিস্তার করবে না।

ইরানের একটি পরমাণু স্থাপনা

গ্রোসির সঙ্গে বৈঠকে আলী আকবর সালেহি সুস্পষ্ট করে বলেন, ইরান আলোচনা ও যুক্তিকে সবসময় স্বাগত জানায় কিন্তু চাপের মুখে কোনো সিদ্ধান্ত নেবে না। অতীতে বিভিন্ন সময় ইরান নানা ক্ষেত্রে আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থার সঙ্গে যেসব গঠনমূলক সহযোগিতা করেছে তার প্রশংসা করেন রাফায়েল গ্রোসি।#

পার্সটুডে/এসআইবি/১৩