নির্বাচন ইরানের জনগণেরই কণ্ঠস্বর: মুসাভি
(last modified Fri, 21 Feb 2020 04:20:54 GMT )
ফেব্রুয়ারি ২১, ২০২০ ১০:২০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি
    ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, তার দেশের নির্বাচন মূলত সারা বিশ্বের কাছে ইরানি জনগণের কণ্ঠস্বর পৌঁছে দেয়।

তিনি বলেন, ১৯৭৯ সালে ইসলামি বিপ্লব সফল হওয়ার পর থেকে আজ পর্যন্ত প্রায় প্রতিবছর দেশে কোনো না কোনো নির্বাচন অনুষ্ঠিত হচ্ছে। এসব নির্বাচনে কোন রকমের দমন-পীড়ন নেই বরং গণতান্ত্রিক প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

ইরানে সাধারণ নির্বাচনে ভোট গ্রহণের দৃশ্য

আব্বাস মুসাভি বলেন, ইরানের জনগণের ভাগ্য নির্ধারণের স্বাভাবিক অধিকার রয়েছে। ইসলামি বিপ্লব বিজয়ের মধ্যদিয়ে ইরানের জনগণ স্বাধীনতা, শক্তি ও নিজস্ব নিরাপত্তা সৃষ্টি করতে পেরেছেন এবং এগুলোর মাধ্যমে তারা চার দশক ধরে ব্যালট বাক্সের মধ্যদিয়ে জনপ্রতিনিধি নির্বাচন করে আসছেন।

স্থানীয় সময় আজ সকাল ৮টা থেকে ইরানের একাদশ জাতীয় সংসদ নির্বাচনের ভোটগ্রহণ শুরু হবে। এবারের নির্বাচনে ২৯০টি সংসদীয় আসনের বিপরীতে সাত হাজার প্রতিদ্বন্দ্বী অংশ নিচ্ছেন।#

পার্সটুডে/এসআইবি/২১