বিষয় করোনাভাইরাস: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জারিফের ফোনালাপ
https://parstoday.ir/bn/news/iran-i77724-বিষয়_করোনাভাইরাস_তুর্কি_পররাষ্ট্রমন্ত্রীর_সঙ্গে_জারিফের_ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরানসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী রোগ করোনাভাইরাস নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
(last modified 2025-11-28T10:09:50+00:00 )
ফেব্রুয়ারি ২৫, ২০২০ ০৬:১৭ Asia/Dhaka
  • বিষয় করোনাভাইরাস: তুর্কি পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে জারিফের ফোনালাপ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ ইরানসহ বিভিন্ন দেশে ছড়িয়ে পড়া প্রাণঘাতী রোগ করোনাভাইরাস নিয়ে তুর্কি পররাষ্ট্রমন্ত্রী মেভলুত চাভুসওগ্লুর সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

টেলিফোনালাপে দুই শীর্ষ কূটনীতিক দু’দেশের সীমান্ত খোলা রেখে এ ভাইরাস ছড়িয়ে পড়া ঠেকাতে প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পদক্ষেপ নেয়ার ওপর গুরুত্ব আরোপ করেন।

ইরানে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে বেশ কয়েকজনের মৃত্যুর খবর প্রচারিত হওয়ার পর তুরস্ক ইরানের সঙ্গে তার স্থলসীমান্ত বন্ধ করে দিয়েছে।

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি

ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি অবশ্য গতকাল (সোমবার) তেহরানে বলেছেন, কয়েকটি প্রতিবেশী দেশ করোনাভাইরাস ছড়িয়ে পড়ার আশঙ্কায় ইরানের সঙ্গে সীমান্ত বন্ধ করে দেয়ার যে পদক্ষেপ নিয়েছে তা সাময়িক এবং শিগগিরই তা খুলে দেয়া হবে।

তিনি আরো জানান, ইরানি দূতাবাসগুলো এসব দেশকে একথা বোঝানোর চেষ্টা করছে যে, সীমান্ত বন্ধ করে নয় বরং প্রয়োজনীয় স্বাস্থ্যসম্মত পদক্ষেপ গ্রহণ করে করোনাভাইরাসের বিস্তার রোধ করতে হবে।

ইরানে গতকাল সোমবার পর্যন্ত ৬৪ ব্যক্তি করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে এবং এদের মধ্যে ১২ জনের মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/২৫

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।