মুসলিম-বিরোধী সহিংসতা বন্ধ করুন: ভারতকে ইরানের বিশেষজ্ঞ পরিষদ
https://parstoday.ir/bn/news/iran-i78184-মুসলিম_বিরোধী_সহিংসতা_বন্ধ_করুন_ভারতকে_ইরানের_বিশেষজ্ঞ_পরিষদ
মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ পরিষদ। একই সঙ্গে সাম্প্রতিক মুসলিম বিরোধী বর্বর দাঙ্গা ও সহিংসতা এবং মসজিদসহ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছে এ পরিষদ।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
মার্চ ১১, ২০২০ ১৮:২৫ Asia/Dhaka
  • ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার শিকার মুসলিম নারী
    ভারতে সাম্প্রদায়িক দাঙ্গার শিকার মুসলিম নারী

মুসলমানদের বিরুদ্ধে সহিংসতা বন্ধ করতে ভারত সরকারের প্রতি আহ্বান জানিয়েছে ইসলামি প্রজাতন্ত্র ইরানের বিশেষজ্ঞ পরিষদ। একই সঙ্গে সাম্প্রতিক মুসলিম বিরোধী বর্বর দাঙ্গা ও সহিংসতা এবং মসজিদসহ মুসলমানদের বিভিন্ন ধর্মীয় প্রতিষ্ঠানে হামলার নিন্দা জানিয়েছে এ পরিষদ।

ইরানের বিশেষজ্ঞ পরিষদ গতকাল (মঙ্গলবার) এক বিবৃতিতে বলেছে, সম্প্রতি ভারতে যে রক্তক্ষয়ী মুসলিমবিরোধী দুর্ভাগ্যজনক দাঙ্গার খবর ও চিত্র দেখতে হয়েছে তা অত্যন্ত হতাশাজনক এবং প্রতিটি স্বাধীন মানবসত্ত্বার জন্য এক প্রকারের অভিশাপ। এটি আরও বেশি কষ্টদায়ক যে, মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের সময় এমন ঘৃণ্য অপরাধযজ্ঞ চালানো হয়েছে যিনি কিনা মানবাধিকারের ধ্বজাধারী বলে নিজেকে দাবী করেন।

বর্বর উগ্রবাদীদের হামলার শিকার মুসলিম প্রতিষ্ঠান

ইরানের বিশেষজ্ঞ পরিষদ আরো বলেছে, একদল উগ্রবাদী এই বর্বরতা চালিয়েছে  এবং তাতে ইন্ধন জুগিয়েছে উপনিবেশবাদী সরকারের গোয়েন্দা সংস্থা। এ অবস্থার দ্রুত অবসানের জন্য ভারত সরকারকে যথোপযুক্ত কৌশল গ্রহণের আহ্বান জানিয়েছে ইরানের বিশেষজ্ঞ পরিষদ।

গতমাসে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ভারত সফরের আগ মুহূর্তে উগ্র হিন্দুত্ববাদী চরমপন্থীরা মুসলমানদের বিরুদ্ধে দাঙ্গা শুরু করে এবং অন্তত ৫০ জন নিহত ও একশর বেশি আহত হয়েছেন।#

পার্সটুডে/এসআইবি/১১