আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা মেনে চলা ইউরোপের উচিত নয়: ইরান
https://parstoday.ir/bn/news/iran-i78346
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা অনুসরণ না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি সোমবার সন্ধ্যায় ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গের্লিচ-র‍্যাডম্যানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
মার্চ ১৭, ২০২০ ০৬:৩০ Asia/Dhaka
  • ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ
    ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের বিরুদ্ধে আমেরিকার আরোপিত বেআইনি নিষেধাজ্ঞা অনুসরণ না করতে ইউরোপীয় দেশগুলোর প্রতি আহ্বান জানিয়েছেন।তিনি সোমবার সন্ধ্যায় ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গের্লিচ-র‍্যাডম্যানের সঙ্গে এক টেলিফোনালাপে এ আহ্বান জানান।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইউরোপীয় দেশগুলো ইরানের সঙ্গে যে পরমাণু সমঝোতা সই করেছে শুধু সেটি রক্ষা করার জন্য নয় বরং ইরানের নিরপরাধ জনগণের প্রাণ বাঁচানোর জন্য ইউরোপীয় দেশগুলোর উচিত আমেরিকার বেআইনি নিষেধাজ্ঞা অনুসরণ না করা।

ক্রোয়েশিয়ার পররাষ্ট্রমন্ত্রী গর্ডান গের্লিচ-র‍্যাডম্যান

টেলিফোনালাপে বিশ্বব্যাপী ছড়িয়ে পড়া প্রাণঘাতী রোগ করোনাভাইরাস মোকাবিলায় আন্তর্জাতিক সহযোগিতার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করেন দুই পররাষ্ট্রমন্ত্রী। এ সময় করোনাভাইরাস মোকাবিলায় ইরানের জনগণের প্রতি সংহতি প্রকাশ করেন র‍্যাডম্যান এবং এজন্য তাকে ধন্যবাদ জানান জারিফ।

২০১৯ সালের শেষদিকে চীনের হুবেই প্রদেশের উহান শহরে প্রথম করোনাভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়। বর্তমানে চীনের ৩০ প্রদেশের পাশাপাশি আমেরিকা, ব্রিটেন, অস্ট্রেলিয়া, থাইল্যান্ড, দক্ষিণ কোরিয়া, জাপান, কানাডা, ফ্রান্স, ইতালি, ইরান, সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতসহ বিশ্বের ১৫০টির বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়ে পড়েছে।

ইরানে এ পর্যন্ত ১৪ হাজার ৯৯১ জন কোভিড-১৯ রোগে আক্রান্ত হয়েছেন এবং এদের মধ্যে  চার হাজার ৯৯৬ সুস্থ হয়ে হাসপাতাল ত্যাগ করেছেন। এ ছাড়া, ইরানে এ রোগে আক্রান্ত হয়ে এ পর্যন্ত ৮৫৩ ব্যক্তির মৃত্যু হয়েছে।#

পার্সটুডে/এমএমআই/১৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।