জাতিসংঘ মহাসচিব ও ইইউ’র পররাষ্ট্র বিষয়ক প্রধানের সঙ্গে জারিফের ফোনালাপ
https://parstoday.ir/bn/news/iran-i78449-জাতিসংঘ_মহাসচিব_ও_ইইউ’র_পররাষ্ট্র_বিষয়ক_প্রধানের_সঙ্গে_জারিফের_ফোনালাপ
ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের করোনাবিরোধী অভিযান সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২১, ২০২০ ০৬:৫৫ Asia/Dhaka
  • মোহাম্মাদ জাওয়াদ জারিফ- জোসেফ বোরেল
    মোহাম্মাদ জাওয়াদ জারিফ- জোসেফ বোরেল

ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ তার দেশের করোনাবিরোধী অভিযান সম্পর্কে জাতিসংঘ মহাসচিব অ্যান্তোনিও গুতেরেস ও ইউরোপীয় ইউনিয়নের পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন।

গুতেরেসের সঙ্গে টেলিফোনালাপে জারিফ করোনাভাইরাস মোকাবিলায় ইরানের সামনে থাকা প্রতিবন্ধকতাগুলো নিয়ে কথা বলেন।এ সময় জাতিসংঘ মহাসচিব ইরানি জনগণের প্রতি সংহতি ও সহমর্মিতা প্রকাশ করে তেহরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহারের প্রয়োজনীয়তার কথা গুরুত্বের সঙ্গে স্মরণ করেন।

গুতেরেসের সঙ্গে জারিফের সাক্ষাৎ (ফাইল ছবি)

সম্প্রতি গুতেরেসকে লেখা এক চিঠিতে জারিফ জানিয়েছিলেন, আমেরিকার নিষেধাজ্ঞার কারণে ইরান প্রয়োজনীয় ওষুধ ও চিকিৎসা সামগ্রী আমদানি করতে পারছে না এবং এ কারণে ইরানের করোনাভাইরসা বিরোধী অভিযান ক্ষতিগ্রস্ত হচ্ছে।

এদিকে, শুক্রবার রাতে ইইউ’র পররাষ্ট্রনীতি বিষয়ক প্রধান কর্মকর্তা জোসেপ বোরেলের সঙ্গে টেলিফোনালাপেও একই বিষয়ে কথা বলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, আমেরিকার ইরান বিরোধী অর্থনৈতিক সন্ত্রাসবাদের কারণে করোনাভাইরাস মোকাবিলার মতো একটি মানবিক কার্যক্রম মারাত্মক বিঘ্ন ঘটছে। এ সময় জোসেপ বোরেল ইরানের ওপর আরোপিত মার্কিন নিষেধাজ্ঞার তীব্র নিন্দা জানিয়ে বলেন, এ ব্যাপারে উপযুক্ত সমাধান খুঁজে বের করার জন্য বিশ্বের সব দেশের সহযোগিতা প্রয়োজন।#

পার্সটুডে/এমএমআই/২১

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।