বসন্তের বরফে ঢেকেছে পৃথিবীর অন্যতম প্রাচীন নগরী হামাদান
https://parstoday.ir/bn/news/iran-i78536-বসন্তের_বরফে_ঢেকেছে_পৃথিবীর_অন্যতম_প্রাচীন_নগরী_হামাদান
ইরানের হামাদান প্রদেশের রাজধানী হলও হামাদান নগরী। এ নগরীকে ইরান তো বটেই এমনকি পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর অন্যতম হিসেবে গণ্য করা হয়।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
মার্চ ২৪, ২০২০ ১৮:৫৯ Asia/Dhaka
  • বসন্তের বরফে ঢেকেছে পৃথিবীর অন্যতম প্রাচীন নগরী হামাদান

ইরানের হামাদান প্রদেশের রাজধানী হলও হামাদান নগরী। এ নগরীকে ইরান তো বটেই এমনকি পৃথিবীর প্রাচীনতম শহরগুলোর অন্যতম হিসেবে গণ্য করা হয়।

বসন্ত বরফাচ্ছাদিত ইবনে সিনার প্রতিকৃতি

১১০০ খ্রিষ্টাপূর্বা‌ব্দে আসিরিয়রা এই নগরী দখল। প্রাচীন গ্রিক ইতিহাসবিদ হেরোডোটাসের বক্তব্য থেকে জানতে পারি যে, ৭০০ খ্রিষ্টপূর্বে মেডাসের রাজধানী ছিল এটি।

হামাদান সমুদ্রপৃষ্ঠ থেকে ১,৮৫০ মিটার উঁচুতে অবস্থিত। বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত হওয়ায় এবং ঐতিহাসিক নানা নিদর্শনের সমাহারের কারণে হামাদান বরাবর পর্যটকদের আকর্ষণ করেছে।

বরফ সরাতে লেগে গেছে কর্মী বাহিনী

ইরানের রাজধানী তেহরানের প্রায় ৩৬০ কিলোমিটার বা ২২৪ মাইল দক্ষিণপশ্চিমে অবস্থিত এটি।

চলতি ফার্সি মাসের ৪ তারিখ অর্থাৎ ২৪ মার্চ তুষারপাত হয় এখানে। বসন্তের বরফাবৃত হামাদানের ভিন্ন রূপের এ সব ছবি তুলেছেন ইরানের মেহের নিউজ এজেন্সির আলোকচিত্রী ইমান হামিখান।

পার্সটুডে/মূসা রেজা/২৪

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।