ইউরোপীয়রা আমেরিকার থেকে কোনো অংশে কম নয়: ইরান
-
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ
ইরানের পার্লামেন্ট স্পিকার মোহাম্মাদ বাকের কলিবফ বলেছেন, ইউরোপীয় দেশগুলো আরেকবার ইরানের প্রতি তাদের বিদ্বেষী চেহারা তুলে ধরেছে এবং প্রমাণ করেছে, তাদেরকে বিন্দুমাত্র বিশ্বাস করা যায় না।
আন্তর্জাতিক আণবিক শক্তি সংস্থা- আইএইএ’র নির্বাহী পরিষদে তিন ইউরোপীয় দেশের পক্ষ থেকে ইরানবিরোধী প্রস্তাব পাসের প্রতি ইঙ্গিত করে তিনি এ মন্তব্য করেন।
কলিবফ আজ (শনিবার) পার্লামেন্ট অধিবেশনের শুরুতে দেয়া বক্তব্যে এ মন্তব্য করেন। তিনি বলেন, ইরানের প্রতি শত্রুতার দিক থেকে ইউরোপীয়রা আমেরিকার থেকে কোনো অংশে কম নয়। আইএইএ’তে অনুমোদিত প্রস্তাবকে তিনি ‘ইহুদিবাদীদের পক্ষ থেকে উত্থাপিত একটি শিশুসুলভ প্রস্তাব’ বলে অভিহিত করেন।
ইউরোপের এ পদক্ষেপের বিরুদ্ধে ইরান যথাসময়ে জবাব দেবে বলে ইরানের পার্লামেন্ট স্পিকার হুঁশিয়ার করে দেন। তিনি বলেন, যেসব দেশ এই প্রস্তাব পাস করেছে আইএইএ’র সঙ্গে ইরানের সম্পর্কে তিক্ততার দায় তাদেরকে দায় নিতে হবে। #
পার্সটুডে/এমএমআই/২১
বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।