পশ্চিম এশিয়ায় আইএস-কে পরিচালনা করছে যুক্তরাষ্ট্র ও ইসরাইল: জেনারেল কায়ানি
https://parstoday.ir/bn/news/iran-i81015-পশ্চিম_এশিয়ায়_আইএস_কে_পরিচালনা_করছে_যুক্তরাষ্ট্র_ও_ইসরাইল_জেনারেল_কায়ানি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের সহযোগী। এটা নিশ্চিতভাবে বলা যায়, তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।
(last modified 2025-09-29T12:37:45+00:00 )
জুন ২৮, ২০২০ ১৫:৪২ Asia/Dhaka
  • ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি
    ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি’র কুদস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল ইসমাইল কায়ানি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইল হচ্ছে সন্ত্রাসী গোষ্ঠী দায়েশ বা আইএসের সহযোগী। এটা নিশ্চিতভাবে বলা যায়, তাদের ষড়যন্ত্র এখনো শেষ হয়নি।

কয়েক দিন আগে সিরিয়ার বুকামালে আইএস জঙ্গিদের বিরুদ্ধে যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি সরেজমিনে পরিদর্শনের সময় তিনি এ কথা বলেন। তার এ বক্তব্য আজ ইরানের আল-আলম টিভি চ্যানেল সম্প্রচার করেছে।

ইসমাইল কায়ানি আরও বলেছেন, পশ্চিম এশিয়ার দেশগুলোতে দায়েশ বা আইএসের তৎপরতা চলছে মার্কিন যুক্তরাষ্ট্র ও ইহুদিবাদী ইসরাইলের দিকনির্দেশনায়। তিনি আরও বলেছেন, মার্কিন-ইসরাইলি ষড়যন্ত্র অব্যাহত রয়েছে।

মার্কিন যুক্তরাষ্ট্রের মানবতাবিরোধী তৎপরতা সম্পর্কে তিনি আরও বলেন, যে মার্কিন প্রশাসন তার নিজ দেশের মানুষের সঙ্গে হিংস্রতা দেখায়, নৃশংস কায়দায় জনগণকে দমন করে। তারা স্বাভাবিকভাবেই বিশ্বের অন্য জাতিগুলোর সঙ্গে অন্যায় আচরণ করবে।

কুদস ফোর্সের প্রধান বলেন, আমরা শহীদদের পথ বিশেষকরে শহীদ কাসেম সুলাইমানির পথ অনুসরণ অব্যাহত রাখব।#

পার্সটুডে/এএসএএএস/২৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।