ইরানের বিচার বিভাগ সম্পর্কে ফরাসি হস্তক্ষেপ প্রত্যাখ্যান করল তেহরান
https://parstoday.ir/bn/news/iran-i81116
ইরানের আদালতের রায় সম্পর্কে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
জুলাই ০২, ২০২০ ০৬:৫২ Asia/Dhaka
  • আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী রুহুল্লাহ জাম
    আদালতে ফাঁসির দণ্ডপ্রাপ্ত আসামী রুহুল্লাহ জাম

ইরানের আদালতের রায় সম্পর্কে ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মন্তব্য প্রত্যাখ্যান করে তেহরান বলেছে, এদেশের অভ্যন্তরীণ বিষয়ে বিদেশি হস্তক্ষেপ মেনে নেয়া হবে না।

সম্প্রতি গুপ্তচরবৃত্তির অভিযোগে ইরানি বংশোদ্ভূত ফরাসি নারী ফারিবা আদেলখা’কে কারাদণ্ড দেয় ইরানের একটি আদালত। এ ছাড়া, বিদেশে বসে ইরানের ইসলামি শাসনব্যবস্থা বিরোধী রাষ্ট্রদ্রোহী একটি ওয়েবসাইট পরিচালনার মূল হোতা রুহুল্লাহ জাম’কে ফাঁসি দিয়েছে ইরানের আরেকটি আদালত।

ফারিবা আদেলখা

রুহুল্লাহ জামকে ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি গত বছর দেশের বাইরে থেকে ধরে নিয়ে আসে। ফ্রান্সের পররাষ্ট্র মন্ত্রণালয় সম্প্রতি ইরানি আদালতের এসব রায়ের সমালোচনা করে বক্তব্য দেয়।

এর প্রতিক্রিয়ায় ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, অভিযুক্ত ব্যক্তিদেরকে আদালতে আত্মপক্ষ সমর্থনের সুযোগ দেয়া হয়েছে এবং তারা সর্বোচ্চ আইনি সহায়তা পেয়েছেন। মুসাভি বলেন, অভিযুক্ত ব্যক্তিদেরকে তাদের অপরাধ অনুযায়ী শাস্তি দেয়া হয়েছে এবং এ ব্যাপারে বিদেশি কোনো শক্তির কথা বলার অধিকার নেই।#

পার্সটুডে/এমএমআই/২

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।