আজারবাইজান-আর্মেনিয়ার মধ্যকার সংঘাত নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত ইরান
-
সাংবাদিকদের ব্রিফ করছেন আব্বাস মুসাভি
ইসলামি প্রজাতন্ত্র ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সাইয়্যেদ আব্বাস মুসাভি বলেছেন, প্রতিবেশী আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যে বর্তমানে যে সংকট চলছে তা নিরসনে মধ্যস্থতা করতে প্রস্তুত রয়েছে তেহরান।
দু দেশের মধ্যকার চলমান সংঘাতের বিরোধিতা করে ইরানের মুখপাত্র বলেন, আর যুদ্ধের ভার বহন করার সক্ষমতা এ অঞ্চলের নেই এবং দুপক্ষেরই উচিত যুদ্ধ বন্ধ করা।
আব্বাস মুসাভি বলেন, ইরান বিশ্বাস করে আঞ্চলিক সমস্যা বিশেষ করে আজারবাইজান এবং আর্মেনিয়ার মধ্যকার চলমান সংকট সংলাপের মাধ্যমে সমাধান করা উচিত। এক্ষেত্রে মধ্যস্থতার ভূমিকা পালন করতে ইসলামি প্রজাতন্ত্র ইরান সম্পূর্ণভাবে প্রস্তুত।

দু'পক্ষকে ধৈর্য ধারণ করার পরামর্শ দিয়ে আব্বাস মুসাভি বলেন, চলমান উত্তেজনার নিরসন এবং শান্তিপূর্ণ সমাধানের জন্য সবচেয়ে ভালো উপায় হচ্ছে একে অপরের কাছে নিজেদের দৃষ্টিভঙ্গি তুলে ধরা।
ইরান এবং চীনের মধ্যকার সম্ভাব্য কৌশলগত চুক্তি সম্পর্কে ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, ২০১৬ সালে চীনা প্রেসিডেন্ট শি জিনপিংয়ের তেহরান সফরের সময় বিষয়টি নিয়ে আলোচনা হয়েছিল এবং সম্প্রতি ইরানের পররাষ্ট্রমন্ত্রী চুক্তির খসড়া চীনা কর্মকর্তাদের কাছে উপস্থাপন করেছেন। ইরান এবং চীনের মধ্যকার সম্পর্ক পূর্ণাঙ্গ এবং কৌশলগত- এমন মন্তব্য করে আব্বাস মুসাভি বলেন, তার দেশ অন্য দেশের সঙ্গেও দীর্ঘমেয়াদী সম্পর্কের জন্য চুক্তি সই করতে প্রস্তুত রয়েছে।#
পার্সটুডে/এসআইবি/১৭