শহীদ-সম্রাটের শাহাদাতের চেহলাম
https://parstoday.ir/bn/news/iran-i83690
বিশে সফর ইমাম হুসাইন (আ)'র অনন্য শাহাদতের চল্লিশা বা চেহলাম-বার্ষিকী। শহীদ সম্রাট ইমাম হুসাইন (আ) এমন এক বিশাল ব্যক্তিত্বের নাম যে কোনো নির্দিষ্ট স্থান, কাল বা পাত্রের সাধ্য নেই তাঁকে ধারণ করার।
(last modified 2025-07-09T12:00:31+00:00 )
অক্টোবর ০৮, ২০২০ ১৫:২০ Asia/Dhaka

বিশে সফর ইমাম হুসাইন (আ)'র অনন্য শাহাদতের চল্লিশা বা চেহলাম-বার্ষিকী। শহীদ সম্রাট ইমাম হুসাইন (আ) এমন এক বিশাল ব্যক্তিত্বের নাম যে কোনো নির্দিষ্ট স্থান, কাল বা পাত্রের সাধ্য নেই তাঁকে ধারণ করার।

পার্সটুডে/মো.আবুসাঈদ/০৮

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।