সাম্রাজ্যবাদীদের বিরুদ্ধে লড়াই ইরানি জনগণের সহজাত বৈশিষ্ট্য: আইআরজিসি
https://parstoday.ir/bn/news/iran-i84361-সাম্রাজ্যবাদীদের_বিরুদ্ধে_লড়াই_ইরানি_জনগণের_সহজাত_বৈশিষ্ট্য_আইআরজিসি
ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি বলেছে, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই ইরানির জনগণের সহজাত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। কাজেই আমেরিকার ক্ষমতায় রিপাবলিকানরা থাকল নাকি ডেমোক্র্যাটরা এলো তাতে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
নভেম্বর ০৩, ২০২০ ১৬:৪৩ Asia/Dhaka
  • সাম্রাজ্যবাদবিরোধী দিবসে মার্কিন পতাকায় জুতা রেখে ঘৃণা প্রকাশ করছে ইরানি জনগণ
    সাম্রাজ্যবাদবিরোধী দিবসে মার্কিন পতাকায় জুতা রেখে ঘৃণা প্রকাশ করছে ইরানি জনগণ

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী- আইআরজিসি বলেছে, বিশ্ব সাম্রাজ্যবাদী শক্তির বিরুদ্ধে লড়াই ইরানির জনগণের সহজাত বৈশিষ্ট্যে পরিণত হয়েছে। কাজেই আমেরিকার ক্ষমতায় রিপাবলিকানরা থাকল নাকি ডেমোক্র্যাটরা এলো তাতে ইরানের নীতিতে কোনো পরিবর্তন আসবে না।

‘গুপ্তচরবৃত্তির আখড়া’ হিসেবে পরিচিত ইরানের রাজধানী তেহরানস্থ মার্কিন দূতাবাস দখলের ৪১তম বার্ষিকী উপলক্ষে এক বিবৃতিতে একথা জানিয়েছে আইআরজিসি।

১৯৭৯ সালের ৩ নভেম্বর (ফার্সি ১৩৫৮ সালের ১৩ অবন) ইরানের বিশ্ববিদ্যালয়ের একদল শিক্ষার্থী মার্কিন দূতাবাস দখল করে নেন এবং সেখান থেকে ইরান বিরোধী ষড়যন্ত্রের নানারকম নথি উদ্ধার করেন। তাদের হাতে ৫২ জন মার্কিন কূটনীতিক ও দূতাবাসকর্মী গ্রেফতার হন যাদেরকে ৪৪৪ দিন ইরানে আটক রাখা হয়েছিল। প্রতি বছর এই দিনটি ইরানের সাম্রাজ্যবাদবিরোধী দিবস হিসেবে পালন করা হয়।

আইআরজিসি’র বিবৃতিতে মার্কিন অর্থনৈতিক নিষেধাজ্ঞার ক্ষতিকর প্রভাব কাটিয়ে ওঠার জন্য প্রতিরোধ চালিয়ে যেতে এবং অভ্যন্তরীণ খাতগুলোকে শক্তিশালী করার জন্য ইরানি জনগণ ও সরকারের প্রতি আহ্বান জানানো হয়।#

পার্সটুডে/এমএমআই/৩

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।