বাইডেনকে জারিফের পরামর্শ: ট্রাম্পের বিপর্যয়কর খামখেয়ালিপনা সিদ্ধান্ত বাতিল করুন
-
জাওয়াদ জারিফ
আমেরিকার সদ্য সমাপ্ত প্রেসিডেন্ট নির্বাচনে বিজয়ী প্রার্থী জো বাইডেনকে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন ইরানি পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ। তিনি বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিতর্কিত ও বিপর্যয়কর আইনহীন সিদ্ধান্তগুলো বাতিল করতে হবে।
মার্কিন নির্বাচনে ডোনাল্ড ট্রাম্পকে বিপুল ভোটে পরাজিত করে জো বাইডেন যখন ক্ষমতা গ্রহণ করতে যাচ্ছেন তখন জাওয়াদ জারিফ এই পরামর্শ দিলেন।

গতকাল (রোববার) এক টুইটার পোস্টে জাওয়াদ জারিফ বলেন, আমেরিকার জনগণ তাদের বক্তব্য জানিয়ে দিয়েছেন। এখন তারা জানতে চান তাদের নেতারা নীতি ও আইনহীন, বিপর্যয়কর বলদর্পিতা বাতিল করে বহু পাক্ষিকতা, সহযোগিতা এবং আইনের প্রতি শ্রদ্ধাকে বেছে নেন কিনা।
এরপরই জাওয়াদ আরিফ বলেন, আমেরিকার ক্ষমতায় কে বসলেন সেটি গুরুত্বপূর্ণ নয় বরং গুরুত্বপূর্ণ হচ্ছে তারা কি ধরনের রীতি অনুসরণ করছেন। এর আগেও ইরানের বহু কর্মকর্তা একই কথা বলেছেন।#
পার্সটুডে/এসআইবি/৯