রাশিয়া সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী জারিফ; ল্যাভরভের সঙ্গে বৈঠক
https://parstoday.ir/bn/news/iran-i86432-রাশিয়া_সফরে_ইরানের_পররাষ্ট্রমন্ত্রী_জারিফ_ল্যাভরভের_সঙ্গে_বৈঠক
রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক এবং পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৬, ২০২১ ১৭:২৫ Asia/Dhaka
  • জারিফ (বামে) ও ল্যাভরভ
    জারিফ (বামে) ও ল্যাভরভ

রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভের সঙ্গে দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক এবং পরমাণু সমঝোতা নিয়ে আলোচনা করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মাদ জাওয়াদ জারিফ।

আজ মস্কোয় পৌঁছে রুশ পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসেন জারিফ।

তিনি এ সময় আর্মেনিয়া ও আজারবাইজানের মধ্যে যুদ্ধ বন্ধে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের মধ্যস্থতার প্রশংসা করেন। তিনি বলেন, নাগার্নো-কারাবাখ সমস্যার সমাধান হওয়ায় তা আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতায় ইতিবাচক ভূমিকা রাখবে।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী এ সময় রাশিয়ার সঙ্গে তার দেশের সুসম্পর্কের কথা স্মরণ করেন।

জাওয়াদ জারিফ গতকাল আজারবাইজান সফর করেছেন। সেখানে তিনি মুক্তাঞ্চল পুনর্গঠন ও উন্নয়নে সহযোগিতার প্রতিশ্রুতি দেন। তিনি বলেন, সীমান্তবর্তী মুক্তাঞ্চলে পুনর্গঠন কাজ করতে তেহরান আগ্রহী। 

ল্যাভরভের সঙ্গে আজকের বৈঠকের বিস্তারিত তথ্য এখনও প্রকাশিত হয়নি। তবে বৈঠকে আঞ্চলিক সহযোগিতা জোরদারের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে বলে জানা গেছে।

রাশিয়া সফর শেষে ইরানের পররাষ্ট্রমন্ত্রী তুরস্ক, আর্মেনিয়া ও জর্জিয়া সফরে যাবেন বলে কথা রয়েছে।# 

পার্সটুডে/এসএ/২৬

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।