বাইডেন প্রশাসনের সঙ্গে আলোচনার পরিকল্পনা নেয়নি ইরান: মুখপাত্র
https://parstoday.ir/bn/news/iran-i86452-বাইডেন_প্রশাসনের_সঙ্গে_আলোচনার_পরিকল্পনা_নেয়নি_ইরান_মুখপাত্র
ইরান সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জন্য সুযোগ চিরদিন অপেক্ষা করবে না।
(last modified 2025-07-29T12:16:04+00:00 )
জানুয়ারি ২৭, ২০২১ ০৭:৫১ Asia/Dhaka
  • ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি
    ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি

ইরান সতর্ক করে দিয়ে বলেছে, দেশটির ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহার করে পরমাণু সমঝোতায় ফিরে আসার জন্য নয়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন প্রশাসনের জন্য সুযোগ চিরদিন অপেক্ষা করবে না।

ইরান সরকারের মুখপাত্র আলী রাবিয়ি গতকাল (মঙ্গলবার) তেহরানে সাংবাদিকদের সাপ্তাহিক ব্রিফিংয়ে এ হুঁশিয়ারি উচ্চারণ করেন।

তিনি বলেন, “এখন পর্যন্ত নয়া মার্কিন প্রশাসনের সঙ্গে আমাদের কোনো যোগাযোগ হয়নি এবং আমরা এখনো ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেয়ার ব্যাপারে বাইডেন প্রশাসনের নীতি-অবস্থান জানার অপেক্ষায় রয়েছি।” রাবিয়ি বলেন, আমেরিকার সঙ্গে আলোচনায় বসার কোনো পরিকল্পনা এখনো ইরানের নেই; তবে পুরো বিষয়টি মার্কিন সরকারের বাস্তব পদক্ষেপের ওপর নির্ভর করছে।

ইরান সরকারের মুখপাত্র বলেন, পরমাণু সমঝোতায় দেয়া নিজেদের প্রতিশ্রুতি পূরণের জন্য শুধু আমেরিকা নয় সেইসঙ্গে ইউরোপীয় দেশগুলোর জন্যও খুব সীমিত সুযোগ অপেক্ষা করছে। বাইডেন প্রশাসন সদিচ্ছার পরিচয় দিয়ে ইরানের ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নেবে এবং এরপর পরমাণু সমঝোতায় ফিরে বাকি প্রতিশ্রুতিগুলিও বাস্তবায়ন করবে বলে তিনি আশা প্রকাশ করেন।#

পার্সটুডে/এমএমআই/২৭

বিশ্বসংবাদসহ গুরুত্বপূর্ণ সব লেখা পেতে আমাদের ফেসবুক পেইজে লাইক দিয়ে অ্যাকটিভ থাকুন।