ক্ষেপণাস্ত্র খাতের উচ্চ লক্ষ্য অর্জনে দৃঢ় প্রতিজ্ঞ ইরান: প্রতিরক্ষামন্ত্রী
(last modified Thu, 18 Mar 2021 13:52:00 GMT )
মার্চ ১৮, ২০২১ ১৯:৫২ Asia/Dhaka
  • ইরানি ক্ষেপণাস্ত্র
    ইরানি ক্ষেপণাস্ত্র

প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি বলেছেন, ক্ষেপণাস্ত্র তৈরি এবং প্রতিরক্ষা খাতে ইরান তার উচ্চমাত্রার লক্ষ্য অর্জনের জন্য দৃঢ় প্রতিজ্ঞ।

প্রতিরক্ষা মন্ত্রণালয়ের গুরুত্বপূর্ণ কর্মকর্তাদের সঙ্গে আজ (বৃহস্পতিবার) ভার্চুয়াল কনফারেন্সে তিনি এ কথা বলেন। এই কনফারেন্সে তিনি আগামী এক বছরে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের বার্ষিক পরিকল্পনা ঘোষণা করেন।

জেনারেল আমির হাতামি বলেন, কৌশলগত খাতে শত্রুতা অব্যাহত থাকবে কিন্তু ইরান আঞ্চলিক ক্ষেত্রে যেমন জড়িত থাকবে, তেমনি প্রতিরক্ষা ও ক্ষেপণাস্ত্র শক্তি অর্জনের ক্ষেত্রে তার যে উচ্চ লক্ষ্য রয়েছে সে পথে অটল থাকবে।

প্রতিরক্ষামন্ত্রী ব্রিগেডিয়ার জেনারেল আমির হাতামি 

ইরানের প্রতিরক্ষামন্ত্রী আরো বলেন, মার্কিন সাবেক প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ মাত্রার চাপ প্রয়োগের নীতি অনুসরণ করেছেন কিন্তু  চূড়ান্ত পর্যায়ে তিনি ক্ষমতা থেকে সরে যেতে বাধ্য হয়েছেন।

জেনারেল হাতামি বলেন, ইরানের বিরুদ্ধে নানা ধরনের প্রচারণা, জেনারেল কাসেম সোলাইমানি এবং পরমাণু বিজ্ঞানী মোহসিন ফাখরিযাদেকে হত্যাসহ নানামুখী চাপ সৃষ্টির পরও আল্লাহর রহমতে ইরান তার প্রতিরক্ষা খাতে যে সমস্ত অগ্রাধিকারভিত্তিক কর্মসূচি হাতে নিয়েছিল তার সবই অর্জন করতে সক্ষম হয়েছে।#

পার্সটুডে/এসআইবি/১৮